এসো নীপবনে আমাকে এক পেয়ালা হেমলক এনে দাও আমি আরো একটি সত্যকে আলিঙ্গন করি। আমাকে ক্রুশে চড়াও, আমাকে শূলে চড়াও মানুষের সবচেয়ে অমোঘ সত্যকে আলিঙ্গন করি। যে সত্যকে বুঝতে চেয়েছি বার বার যে সুন্দরকে খুঁজে ফিরেছি বার বার সে অতৃপ্ত বাসনা ফুরোবার নয় বাতাসের মতো- ধূলোহীন নয় সাগরের মতো- নুনহীন নয় আলোকের মতো- তেজহীন নয় অন্ধকারের মতো, শূন্যতার মতো, মৃত্যূর মতো- সত্য আর কিছু নয়, কিছু নয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।