অবশেষে, পথের শেষে,এসে আমি পথহারা। হেটে চলি একা-একা, শুধুই একা।
ভালবাসা কি পাপ?
যদি না হয়,
তবে একবার বলে দেখ
বারবার বলা হবে
বারবার বলে দেখ,
জীবনটা পার হবে।
নিজের মাঝে আমায় খুজে পাবে
বাহুডোরে শুধুই রাখতে চাবে।
কিন্তু বাধা স্বপ্ন দেখায়
হাহুতাশের জোয়ার- ভাঁটায়
স্বপ্ন দেখা নিষেধ সেথায়
আর বা মোরা মিলব কোথায়
মৃত্যূ ছাড়া নেই তো উপায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।