আমাদের কথা খুঁজে নিন

   

চীনে বরফ উত্সব!!!

শীত জম্পেশ পড়তেই চীনে শুরু হয়েছে বরফ দিয়ে ভাস্কর্য তৈরির উত্সব। জিলিয়ান প্রদেশের হারবিন শহরের জিনগুয়েতান ন্যাশনাল ফরেস্ট নামের লেক ঘেরা পার্কে এ উত্সবের আয়োজন করা হয়েছে। এই বার্ষিক বরফ উত্সবে যোগ দিয়েছে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রায় সাত হাজার শিল্পী। প্রতিবছরই এখানে ‘জিনগুয়ে স্নোওয়ার্ল্ড ফেস্টিভাল’ নামের এ শিল্পচর্চার আসর বসে। প্রতিযোগিতায় বরফ খুদে তৈরি করা হয় বিশাল আকারের প্রাসাদ, দুর্গ ও বিভিন্ন প্রাণীর ভাস্কর্য।

উত্সব পরিচালনা ব্যবস্থাপক চাও হোং চুন বলেন, প্রায় ছয় লাখ বর্গমিটার জায়গার ওপর উত্সবের আয়োজন করা হয়েছে। এগুলো গড়তে ১ লাখ ৮০ হাজার ঘনমিটার বরফ এবং ছয় লাখ ঘনমিটার তুষার ব্যবহার করা হয়েছে। চাও হোং চুন জানান, এবার আবহাওয়া তুলনামূলকভাবে উষ্ণ থাকায় কয়েকটি ভাস্কর্য তৈরিতে কৃত্রিম তুষার ব্যবহার করা হয়েছে। রাতে বরফের ভাস্কর্যগুলোর ওপর নানা রঙের আলোর বিচ্ছুরণ ফেলে আরও জমকালো পরিবেশ তৈরি করা হয়। তাই রাতে এ উত্সবে যোগ দিতে ৩০০ ইউয়ান খরচ করে টিকেট কাটতে হবে।

তবে দিনে টিকেটের দাম ১০০ ইউয়ান।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।