i am very curious and optimistic. জীবনের দু:খ গুলো অনেক দূরে যাবে! হতাষার ভীড়ে একটু শান্তির ছায়া আসবে। পৃথিবী নামের এ বৃক্ষে মাথা গুজার হয়তো ঠাই হবে। জীবনটাকে হয়তো বসন্তের হাওয়ায় রঙ্গীন করতে পারবো। মনে অনেক আশা পিন্টুর !! ছোটবেলা থেকে অভাবের সঙ্গী পিন্টুর জীবনটা মাঝিবিহীন নৌকার মত চলছে । পড়াশোনাং কম কিসে ! অনেক দূর্গম, পিচ্ছিল পথ পাড়ি দিয়ে অনেক দুরের পথে হাটছে।
এখন শেষ পর্যন্ত এ পড়াশোনার একমাত্র অন্তরায় ও অভাব! চারিদিকে কোন কূল নেই। কি যেন এ অপ্রত্যাশিত কিছুর হাতছানি।
হঠাঃ কি যেন একটা খুদেবার্তা এল পিন্টুর মোবাইলে। ইচ্ছে না থাকা সত্বে ও মোবাইলটা হাতে নিয়ে খুদের্বাতাটি দেখল। আর কি! গরীবের যা হয়না সেরকম একটা কিছু মনে হল।
একটু আশা নিয়ে অধিক হতাশা নিয়ে খুদেবার্তাটি কাজে লাগানোর চেষ্ঠা। খুদেবার্তাটি ছিল একটি ২৫ লক্ষ টাকার লটারির!! লটারি কিনতে এখন কিছু টাকা লাগবে। ভাগ্যের নির্মম পরিহাস এ টাকাটা ও পিন্টুর কাছে নেই।
চলবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।