আমাদের কথা খুঁজে নিন

   

একটি পাখি, রঙ্গীন

প্রান্তরে প্রান্তরে কুড়িয়ে ফিরি ধূলিকনা

একটি পাখি রঙ্গীন, আমায় করে সঙ্গীন নিত্যদিনের কর্ম ভূলে, নিল যখন আমায় তুলে চোখ দুটোতে খেলত শুধুুই, আমিই বড় বর্ণীল একদিন ভর দুপুরের কথা- আমি ভাদ্র গরম তাপে, বসে বড়ই নিরুত্তাপে দেখি তারই আসা যাওয়া, ভূলে অন্য সকল চাওয়া তার চোখ দু'টো কি হাসে, যেন আমায় নিয়ে ভাসে আবার অন্য কোন ক্ষণে, যখন আমি থাকি ধ্যানে দেখে আমায় কাছে থেকে, স্বপ্ন সবটুকু তাঁর এঁকে আমার আকাশ চড়া যানে, বসে পাগল বনে বনে। সেদিন যাত্রী বোঝাই বাসে, আমার হৃদয় খাপের পাশে খুলে পসরা যত আছে, নিয়ে আমায় আরও কাছে পাখি শুধুই ওঠে হেসে, যেন হীরক রাজার দেশে। সেবার বন্যা হল বড়, দিনে তাপটাও যে খড় আমি বৃষ্টি পতন দেখি, চাহি ডাগর দু'টি অাঁখি আঁখির দৃষ্টিপাতে ঝড়, কাঁপে পাতাও থরথর। এবার সন্ধ্যা সাঁঝের গাঁথা- পাশে হাজার সুধীজন, তবু শ্রদ্ধা করি মন আমার হাতের তারা ধরে, কি যে আমায় মুগ্ধ করে বোঝায় তাঁর ছিল কি পণ, চেনায় কোনটা শুভক্ষণ। তবু নদীর মত চলা, তবু নদীর কথা বলা আমি আকাশ দেখি-বুঝি, নদীর গতি খুঁজি নদীর হয় কি হেলাফেলা, তবু নদীর সঙ্গে খেলা। এবার সন্ধ্যাতারার কথা, কি হায় কোথায় যেন ব্যাথা তবু তারার পানে চলা, তবু তারার কথা বলা তারা বৃথাই পড়ে খসে, জানিনে কোন উদ্দ্যেশে? আমার দিনগুলি সব কাটুক, আমার রাত্রিগুলি হাঁটুক এটাই আমার চাওয়া, এটাই পরম পাওয়া চাইনি সন্ধ্যাতারা নিভুক, ভরুক অন্ধকারে চিবুক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.