হায়রে মানুষ রঙ্গীন ফানুস দম ফুরাইলে শেষ।
পৃথিবীতে যত প্রাণী আছে সবাইকেই একদিন মরতে হবে, তারপরও অনন্তকাল বেঁচে থাকার জন্য কি প্রাণান্তকর চেষ্টা। পৃথিবীর সকল প্রাণীই অন্যকে হত্যা করে শুধু মাত্র জীবন বাঁচানোর তাগিদে। কিন্তু একমাত্র মানুষই এর ব্যাতিক্রম। মানুষের পক্ষ্যে সম্ভব বিনা কারণে, বিনা অজুহাতে অপর একজন মানুষকে অবলীলায় হত্যা করা। হাজার হাজার বছর ধরে, দেশে-দেশে, জাতিতে-জাতিতে, মানুষে-মানুষে কেন এত ধর্ম-বর্ণ নিয়ে বৈষম্য। ক্ষনস্থায়ী এই জীবনেও আমরা পরাক্রমশালী হওয়ার জন্য কি না করি। আর কত প্রাণ নেবার পর থামবে এই মানুষে - মানুষে হত্যা যজ্ঞ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।