h
দক্ষিন কোরিয়াতে হয়তোবা এটাই আমার শেষ হেমন্ত। একটা ঋতু যে এতটা রঙ্গীন হতে পারে এটা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবেনা। কোরিয়া চার ঋতুর দেশ, আর চারটি ঋতুতে প্রকৃতি যেন চার ভাবে আসে। গৃষ্মে আসে সজীব প্রান সবুজ বরণে, হেমন্তে আসে যেন নব বধুর রঙ্গে রাঙিয়ে। শীতে বৃক্ষে নেই থাকে কোন প্রান আর বসন্ত? সে তো চেরীর লাল-সাদা-গোলাপী রঙে মাতোয়ারা।
চামে চামে আমার কিছু ছবি দিয়ে দিলাম, ওগুলো তুলেছেন ব্লগার দ্বিজু ও ঈরেশ।
[বি.দ্র. ছবিগুলোর রেজুলেশন বেশী হওয়ায় লোড হতে বেশী সময় নিতে পারে, তাই ফেইসবুকের ডিরেক্ট পাবলিক লিঙ্ক ] থেকেও দেখতে পারেন ছবিগুলো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।