আমাদের কথা খুঁজে নিন

   

নারী শাসন অথবা পরিবর্তিত সমাজ ব্যবস্থা (আফটার মিলিয়নস অব এয়ারস)

চুশীল/প্রগুদিশীল/প্রচুদিশীল ব্লগার দ্বারা সাম্প্রদায়িক ঘোষণা করা হয়েছে। সমাজ পরিবর্তনশীল। এক সময় এমন আসবে যে, নারীরা সমাজ শাসন করবে। ভরণ-পোষণের দায়-দায়িত্ব থাকবে নারীর উপর, সংসারের পুরো কর্তৃত্ব এবং সিদ্ধান্ত নেয়ার অধিকার/ক্ষমতাও থাকবে নারীর হাতে। তখন নির্যাতিত হবে পুরুষ, স্বভাবতই দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে।

পুরুষ থাকবে নারীর কাছে লোভনীয় এবং ভোগ্য বস্তু, নিজেদেরকে এখনকার নারীদের মত লুকাতে চাইবে, ঘরে বন্দী থাকবে। রাস্তা-ঘাটে হ্যারাসড্‌ হবে, ধর্ষণ হবে, বাসে-চাকুরীতে প্রিভিলেজড/প্রায়োরিটি থাকবে। ডেস্কে বা অভ্যার্থনায় ব্যবহৃত/নিয়োগ দেয়া হবে সুদর্শন পুরুষ। এখন যেমন মোটর শো'তে মেয়েদেরকে মডেল হিসেবে ব্যবহার করা হয়, তখন কড়াই-খুন্তি-এলুমিনিয়ামের পাতিলের বিজ্ঞাপনে ব্যবহৃত হবে পুরুষ। থাকবে পুরুষ পতিতালয়, ফ্যাশন শো'র পরে পুরুষ এর দর-দাম চলবে এক রাত/সপ্তাহ/মাসের জন্য।

মাথার চেয়ে শরীরের ব্যবহার বেড়ে যাবে, লুঙ্গি-প্যান্ট আস্তে আস্তে ছোট হয়ে আসবে, শার্টের পরিবর্তে নেট সদৃশ স্যান্ডো গেঞ্জি হবে মডার্ন পোষাক। কনকনে শীতেও স্যান্ডো গেঞ্জি পরে রাস্তায় ঘুরবে। নারীরা সর্বাঙ্গ ঢেকে চলবে আর পুরুষ খুলতে থাকবে পোষাক। নিজের শরীরের বিজ্ঞাপনের জন্য লিঙ্গের সাইজ বোঝা যায় এরকম পোষাক পরবে। হ্যারাস্‌ড এন্ড রেইপড হলে পুরুষের অধিকারের জন্য আন্দোলন চলবে, নারীরা পুরুষের অধিকারের বিষয়ে দুই দলে বিভক্ত হয়ে পড়বে।

তখনকার রক্ষণশীলা মেয়েরা বলবে, "গোস্তের লাঠি বের করে চলবে আর ধর্ষণ করলেই দোষ"!! আর এখনকার চুশীল সমাজের মত তখনকার চুশীলা (চুষনে আলা, সাকার) মেয়েরা বলবে, "লিঙ্গকে মাংসপিন্ডের সাথে তুলনা করা ঠিক না"। পুরুষ পোষাক পরবে নিচের ছবির মত। এই পরিবর্তন যে হবেই সেটা বলা যায় না, আবার পরিবর্তন হলেও আপনি বা আমি ঠেকাতে পারব না। প্রকৃতি ব্যালান্স করে চলে, প্রকৃতি অস্থিতিশীলতা পরিহার করে চলে। বিশেষ শিক্ষনীয়ঃ এখন যেমন পুরুষ পুরুষই থেকে গেছে, মানুষ হয় নাই; ঠিক তখনও নারী নারীই থেকে যাবে, মানুষ হবে না।

ধন্যবাদ সবাইকে। বিঃ দ্রঃ ইহা একটি ফান পোস্ট। প্লিজ, কেউ ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করবেন না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.