ভবঘুরে
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে তিনটি বোমা বিম্ফোরণে অন্তত ২০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে।
ভারতের দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি ও সিএনএন-আইবিএন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের বরাত দিয়ে মৃতের এ সংখ্যা জানিয়েছে।
হামলার পরপর মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান বিবিসিকে বলেন, এটি সন্ত্রাসীদের সমন্বিত হামলা।
এর আগে ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে চৌহান বলেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
তিনটি বিস্ফোরণস্থলেই নিহতের ঘটনা ঘটেছে বলে সিএনএন-আইবিএনকে জানান চৌহান।
সন্ধ্যা পৌনে ৭টা থেকে ৭টা চার মিনিটের মধ্যে বোমা তিনটি বিস্ফোরিত হয়। এ সময় কর্মক্ষেত্র থেকে মুম্বাইবাসীরা ঘরে ফিরে থাকেন।
প্রথম বোমাটি বিস্ফোরিত হয় দক্ষিণ মুম্বাইয়ের জাভেরী বাজারের একটি স্বর্ণালঙ্কারের দোকানে। দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয় মুম্বাইয়ের কেন্দ্রস্থল পশ্চিম দাদারের কবুতর খানা নামক জায়গায় একটি বাস স্টপে একটি ট্যাক্সিতে। দক্ষিণ মুম্বাইয়ের ওপেরা হাইজে তৃতীয় বোমাটির বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের ঘটনার পর মুম্বাইবাসীদের ঘরের ভেতর থাকার পরামর্শ দিয়ে মুম্বাই পুলিশের তরফ থেকে মোবাইল ফোনে এসএমএস পাঠানো হয়।
এনডিটিভি জানিয়েছে, এটি সন্ত্রাসী হামলা বলে নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ হামলার দায়িত্ব এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। হামলার জন্য লস্কর-ই-তৈয়বার ঘনিষ্ঠ ইন্ডিয়ান মুজাহিদিনকে সন্দেহ করা হচ্ছে বলে মুম্বাই পুলিশের অপ্রকাশিত সূত্রের বরাত দিয়ে বলেছে এনডিটিভি।
২০০৮ সালের নভেম্বরে জঙ্গি হামলায় মুম্বাইয়ে অন্তত একশ ৭০ জন নিহত হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।