ভারতের মুম্বাইয়ে একটি ৭ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ সোমবার ভোর তিনটার দিকে বৈদ্যুতিক তারের গোলযোগ থেকে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের উপশহর বিখরোলি এলাকার সাত তলা বিশিষ্ট বাড়িটিতে সোমবার ভোর তিনটার দিকে বৈদ্যুতিক তারের গোলযোগ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং পুরো ভবনটিতে ছড়িয়ে যায়। তবে ভোর সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় ফায়ার সার্ভিস।
এদিকে, প্রশাসন দাবি করেছে, আগুনের সূত্রপাতের পরপরই ভবনের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া, গুরুতর আহতদের নিকটস্থ রাজাবদি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।