লোহা বা স্টেনলেস স্টিল নয়, একেবারে খাঁটি রূপা দিয়ে তৈরি করা হয়েছে মোটর বাইক। মুম্বাইয়ের 'সিলভার এম্পোরিয়াম' নামের একটি প্রথম সারির জুয়েলারি হাউস এই বাইকটি তৈরি করেছে। বাইকটির মূল্যও নেহাত কম নয়, পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি রুপি বলে জানা গেছে। আগামী ৮-১২ আগস্ট মুম্বাইয়ে বসছে 'ইন্টারন্যাশনাল জুয়েলারি শো'। সেখানেই এই বাইকটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে।
বিশ্বের প্রথম হাতে বানানো রূপার এই বাইকটি তৈরি করে স্বভাবতই উচ্ছ্বসিত সংস্থাটির ম্যানিজং ডিরেক্টর রাহুল মেহতা। তিনি জানান, মাসের পর মাস পরিশ্রম করে বাইকটির প্রতিটি যন্ত্র তৈরি করা হয়েছে। ইঞ্জিন, টায়ার এবং সাসপেনশন ছাড়া বাইকটির বাকি সব কিছুই খাঁটি রূপার তৈরি। মেহতা আরও বলেন, বাইকটি সড়ক পথে চলার উপযুক্ত করেই তৈরি করা হয়েছে। ভিন্ন ধরনের এই বাইকটি নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে বলেই তার ধারণা।
শুধু রূপার বাইক-ই নয়, 'সিলভার এম্পোরিয়াম'-এর প্রধান কান্তিলাল মেহতা তিন দশক আগেই রূপা দিয়ে বিভিন্ন দর্শনীয় সামগ্রী তৈরি করা শুরু করেন। তবে মুম্বাইয়ে সংস্থাটির প্রধান কার্যালয় হলেও বাইকটি তৈরি করা হয়েছে রাজস্থানের জয়পুরের কারখানায়। মুম্বাইয়ের পাশাপাশি দিল্লি, হায়দরাবাদেও এর শোরুম আছে। ভারতের বাইরে আমেরিকা, ইউরোপ ও আরব দুনিয়াতেও ছড়িয়ে রয়েছে সিলভার এম্পোরিয়ামের ব্যবসা।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।