১১ ম্যাচে সপ্তম এই জয়ে পয়েন্ট টেবিলে আপাতত তৃতীয় স্থানে মুম্বাই। আর ১২ খেলায় তৃতীয় হারের পরও শীর্ষেই চেন্নাই।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৩৯ রান করে মুম্বাই। জবাবে ১৫ ওভার ২ বলে ৭৯ রানে অলআউট হয়ে যায় চেন্নাই।
ষষ্ঠ আইপিএলে এটা সর্বনিম্ন রান।
এর আগে শনিবারের একমাত্র ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৮০ রানে অলআউট হয় দিল্লি ডেয়ারডেভিলস।
লক্ষ্য তাড়া করতে নেমে ৯ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া চেন্নাই আর ঘুরে দাঁড়াতে পারেনি। দশম উইকেটে সর্বোচ্চ ২৫ রানের জুটি গড়ে রবীন্দ্র জাদেজা (২০) ও বেন লাফলিনের মধ্যে।
সর্বোচ্চ ২২ রান আসে কাইরন পোলার্ডের হাতে পরপর তিনবলে জীবন পাওয়া মাইক হাসির ব্যাট থেকে।
মুম্বাইয়ের পক্ষে প্রজ্ঞান ওঝা ও মিচেল জনসন তিনটি করে উইকেট নেন।
এর আগে ডোয়াইন স্মিথের (২২) সঙ্গে শচীন টেন্ডুলকারের (১৫) ৪০ রানের উদ্বোধনী জুটি মুম্বাইকে ভালো সূচনা এনে দেয়। মাত্র ৫ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান ও পোলার্ড সাজঘরে ফিরলে চাপে পড়ে স্বাগতিকরা।
সেখান থেকে দলকে দেড়শ রানের দিতে নিয়ে যান দীনেশ কার্তিক (২৩), অধিনায়ক রোহিত (৩০ বলে ৩৯*) শর্মা ও হরভজন সিং (১১ বলে ২৫*)। দলীয় ৬৬ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে কার্তিক বিদায় নিলেও ষষ্ঠ উইকেটে ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন রোহিত- হরভজন।
চেন্নাইয়ের পক্ষে জাদেজা ২৯ রানে ৩ উইকেটে নেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।