ভারতের মুম্বাইয়ে পদদলিত হয়ে কমপক্ষে ১৮ জনের প্রাণহানি হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টায় এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার ইন্তেকাল করেন সৈয়দনা মোহাম্মেদ বুরহানুদ্দিন। দাউদি বোহরার আধ্যাত্মিক এই নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হওয়া জনতার হুড়োহুড়িতে এ দুর্ঘটনা ঘটেছে।
ভারতের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দাফনের আগে সাইফি মহলে বুরহানুদ্দিনের মরদেহ রাখা হয়েছিল। সেখানে দাউদি বোহরা সম্প্রদায়ের হাজার হাজার লোক সমবেত হয়েছিলেন। শেষবারের মতো প্রিয় নেতাকে শ্রদ্ধা জানানোর সময় কোনো কারণে বিশৃঙ্খলা তৈরি হয়। এতে পদদলিত হওয় ১৮ জনের মৃত্যু ও অনেকে আহত হন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।