আমাদের কথা খুঁজে নিন

   

মুম্বাইয়ে নারী ফটোসাংবাদিক গণ ধর্ষণের শিকার

ভারতের মুম্বাইয়ে এক নারী ফটোসাংবাদিক গণ ধর্ষণের শিকার হয়েছেন। আর এ ঘটনায় কমপক্ষে ২০ জনকে আটক করা হয়েছে।  

গতকাল বৃহস্পতিবার রাতের দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে আজ শুক্রবার দেশটির সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।  

মুম্বাইয়ের নিম্নাঞ্চলীয় পারেল এলাকার শক্তি মিলসের কাছে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ২৩ বছর বয়সী ওই নারী ধর্ষণের শিকার  হয়। তার সঙ্গে একজন পুরুষ সঙ্গী ছিল বলে জানা গেছে।

 

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তথ্যে জানা গেছে যে ওই তরুণী অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয়ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। স্থানীয় একটি হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল।  

ধর্ষণের শিকার ফটোসাংবাদিক জানান, জীর্ণ শক্তি মিলস চত্বরের একটি ভবনে দুইজন তাকে টেনে নিয়ে যায় এবং তারপর আরও তিনজনকে ভবনে ডেকে আনে। তার ওপর নির্যাতন চালায়, ধর্ষণ করে এবং তার বন্ধুকে মারপিঠ করে।

 

পুলিশ বলেছে, যাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তারা ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।  

এদিকে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আর আর পাতিল হাসপাতালে ওই নারী সাংবাদিককে দেখতে গেছেন। তিনি দায়ীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।  

উল্লেখ্য, একটি ইংরেজি সাময়িকীর ফটো সাংবাদিক ওই নারী। পুরোনো ভবন নিয়ে ফিচার প্রতিবেদনের ছবি সংগ্রহ করতে তিনি মুম্বাইয়ের পারেল এলাকায় গিয়েছিলেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.