ভারতের মুম্বাইয়ের বাবুগেনু এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টায় এ দুর্ঘটনাটি ঘটে। ভবন ধসে একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। শতাধিক মানুষ ধ্বংসস্তুপে চাপা পড়ে আছে বলে জানা গেছে।
ধ্বংসস্তুপে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ইতোমধ্যে অভিযান শুরু করেছে। তবে কি কারণে ভবনটি হঠাৎ ধসে পরেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ধ্বংসস্তুপ থেকে উদ্ধারকৃত চারজনকে সরকারি জেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধসে পড়া ভবনটি রাষ্ট্রীয় মালিকানাধীন এবং এর নিচে একটি গোডাউন ছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।