রাজনীিত ভুল পথে যাচ্ছে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে সকাল থেকে অনশন করছে বিএনপি। সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করছে বিএনপি ও সমমনা দলগুলো। সরকার বিরোধী দলকে দমন নিপীড়নের যে নজির সৃষ্টি করছে তাতে মনে হয়না বিএনপির এ দাবী দাওয়া সরকার মেনে নিবে। ইতিহাস বলে পঁচাত্তরের বাকশাল করার আগে খোদ বঙ্গবন্ধু পথভ্রষ্ট হয়েছিলেন ব্যক্তিস্বার্থ অর্জনের জন্য নিবেদিত প্রাণ কিছু তৈলমর্দনকারী নেতাদের কারণে। আওয়ামী লীগের কালো অধ্যায় বলে যা কিছুকে বিবেচনা করা হয় সেগুলোর সৃষ্টি তৈল মর্দনকারী নেতা নেত্রীগণ।
জনতার আশঙ্কা বর্তমানের নেয়া সিদ্ধান্তগুলো আওয়ামী লীগের সিদ্ধান্ত নয় বরং প্রধানমন্ত্রীকে পরিবেষ্টনকারী বামপন্থিদের ষড়যন্ত্রের ফসল। সচেতন মহল মনে করে বর্তমান মন্ত্রিসভা ও সরকার গৃহীত সিদ্ধান্তগুলো আওয়ামী লীগের ব্যানারে এলেও মূলত সিদ্ধান্তগুলো বামদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার সুকৌশল অনুপ্রবেশ। বিএনপি অনশন করছে সেটা তাদের রাজনৈতিক অধিকার,তাদের সকল অধিকার ফলাতে দেয়া এবং যাতে সেগুলোয় কোন সমস্যা না হয় সেটা দেখা সরকারের দায়িত্ব। বিরোধীদল যদি গাড়ি পোড়ায় মানুষকে কষ্ট দেয় তাহলে সরকার জনগণকে সে বিষয়ে বলতে এবং জনগণের চোখে আঙ্গুল দিয়ে পার্থক্য বোঝাতে পারবে। কিন্তু কাদের নির্দেশে এ বাড়াবাড়ি সরকারকেই তা খতিয়ে দেখতে হবে।
সাধারণ আওয়ামী লীগের কমী ও সমর্থকরা সরকারের সাম্প্রতিক সময়ের রাজনীতি বুঝে উঠতে পারছেনা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।