আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রলীগ ঠিক পথেই আছে

http://www.facebook.com/Kobitar.Khata ছাত্রলীগ বিপথে গেলে কঠোর ব্যবস্থা: হাসিনা প্রধানমন্ত্রীর কথা বলে কথা! তিনি কি আর মিথ্যা বলতে পারেন? এই যে, গত আড়াই বছরে ছাত্রলীগ দেশে যা করেছেন তার বিরুদ্ধে তিনি কি কোন ব্যবস্থা নিয়েছেন? নেননি, কারণ তিনি হয়তো মনে করেন এটাই ছাত্রলীগের সঠিক পথ। অর্থ্যাৎ উনার ভাষ্যমতে ছাত্রলীগ এখনও বিপথে যায়নি। ছাত্রলীগের মধ্যে কিছু ''বিএনপি ও শিবির'' ঢুকে পড়েছে এটা তিনি অনেক আগেই বলেছেন, কিছু কুকর্ম যে হয় সেগুলো মূলত তারাই করে থাকেন। ছাত্রলীগ হলো কুত্তার মুতে ধোয়া তুলশি পাতা! তিনি অবশ্য তাদেরকে মাঝে মাঝে হালকা বকা দিয়ে দেন, যেমন কাল দিলেন, ছাত্রলীগ বিপথে গেলে কঠোর ব্যবস্থা: হাসিনা এটা হলো বকা দেয়ার নমুনা। এর বাইরেও কিছু ব্যবস্থা যে নেননি তাও ঠিক না, কিছু ছাত্রলীগ ''নামধারী''কে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে, অনেকেই পুলিশের হাতে ধরাও পড়েছে। ক্নিন্তু তারাতো আর খাঁটি ছাত্রলীগ না, তারা ছাত্রলীগের ভিতর ঢুকে যাওয়া ''বিএনপি ও শিবির।'' দেখা যাক, আগামী আড়াই বছরে বিপথে যাওয়ার জন্য ছাত্রলীগকে কি কি করতে হয় আর মহান নেত্রী কি কি ব্যাবস্থা নিতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.