আজরাতে শাহবাগে সড়ক দুর্ঘটনায় একজন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র এবং ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। এই মৃত্যু অবশ্যই দু:খজনক এবং নিন্দনিয়। এই ঘটনার জন্য দায়ি ব্যাক্তির শাস্তি হওয়া উচিৎ। সরকার সমর্থক সংঘঠন হিসাবে ছাত্রলীগের অন্তত আইনের শাষন, সরকার এবং বিচার ব্যবস্থার প্রতি আস্তা থাকা উচিৎ। কিন্তু দেখা গেল ছাত্রলীগের কর্মীরা খুব ধীরে সুস্থে রাস্তার গাড়ি ভাঙচুর করছে। বাস থেকে শুরু করে প্রাইভেট কার কোন কিছুই তাদের আক্রোশ থেকে রক্ষা পেল না। যে গাড়িগুলো ভাঙা হলো তাদের চালক বা মালিকদের দোষ কি? সেই গাড়ির আরোহীদের দোষ কি? ছাত্রলীগ কি ভুলে যায় তারা এখন আর বিরোধী রাজনীতি করে না। সরকার দলীয় সংগঠন হিসাবে তাদের আরো দায়িত্বপূর্ণ আচরন করা উচিৎ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।