সত্য সব সময় জনপ্রিয় হয় না , জনপ্রিয়ও সবসময় সত্য নয় । আমি ছাত্রলীগ করি। আবারো বলছি আমি ছাত্রলীগ করি। আমার পূর্বপুরুষেরা এ দেশ স্বাধীন করে গিয়েছে। এ দেশ আমার দেশ।
কোন অন্যায়, নৈরাজ, ষড়যন্ত্র আমি মেনে নেবো না। নেত্রীর নির্দেশে কঠোর হস্তে দমন করবো সব।
আমি ছাত্রলীগ করি। শিক্ষা, শান্তি, প্রগতি আমাদের মূলনীতি। এতোদিন শুধু মূলনীতিই জানতাম কিন্তু অর্থ বুঝতাম না।
আজ নীলক্ষেত থেকে একটি বাংলা ডিকশোনারী টাকা না দিয়েই নিয়ে এসেছি। এখন শিক্ষা, শান্তি আর প্রগতি এর অর্থ খুঁজতে বসবো।
আমি ছাত্রলীগ করি। ত্রাসের অপর নাম আমি। জানেন মায়েদের বুক খালি করতে আমরা দারুন পারদর্শী।
এগুলো আমাদের বা হাতের কাজ। এই যে সেদিন টিভিতেই দেখুন না বিশ্বজিতকে আমি কিভাবে হত্যা করলাম। তাও আবার ক্যামেরার সামনে। যা লাগছিল না আমায়। এবার কমিটি হলে পোস্ট তো নিশ্চিত পাবো।
যাই হোক আমরা কতোটা পারদর্শী তা তো বুঝতেই পারছেন। অল্প কিছু সময়ের মধ্যেই মামলা খালাস করে ফেলেছি।
আমি ছাত্রলীগ করি। একটু কোপাকুপি না করলে কি আমাদের মানায়? আরে মশাই আপনিই একটু ভেবে দেখুন না। আমি বলছি আপনি ভাবুন।
এই যে কিছুদিন আগে আমাকে কেউ চিনতো না। একটা ছেলেকে কুপিয়ে জেলে গিয়েছিলাম। জেল থেকে বের হয়ে দেখি তাজ্জব ব্যাপার। মাত্র একদিনে আমি নেতা বুনে গেলাম!! এখন বাইক নিয়ে ঘুরে বেড়াই, বড় নেতাদের বাসায় যাই। রাস্তায় এখন আমাকে দেখলে সবাই সালাম ঠুকে।
একদিন হয়তো এমন কোপাকুপি করতে করতেই বড় মন্ত্রী হয়ে যাবো। অবশ্য তখন এসব ঘটনা ঘটলে আমি কিন্তু একে বিচ্ছিন্ন ঘটনাই বলবো।
এবার আপনিই বলুন। কোপাকুপি না করলে চলে?
আমি ছাত্রলীগ করি। প্রায়ই আমাদের ছবি বিভিন্ন পত্র-পত্রিকার প্রথম পাতায় ছাপা হয়।
ধারালো অস্ত্র হাতে নানান ভঙ্গিতে ছবি। পুরা নায়ক মাইরি। আমরাই এদেশের সুপুরুষ। অন্য সবাই পুরুষ নামধারী কাপুরুষ। আমাদের কোন কর্মকান্ডেই এরা কোন প্রতিবাদ বা বাঁধা দেওয়ার সাহস পায় না।
যাবতীয় সকল কর্ম সম্পাদনের পরে শালারা পত্র-পত্রিকা, ফেইসবুক, ব্লগের সমালোচনার ঝড় তোলে। মোক্ষম সময়ে কেউ এগিয়ে আসে না। এদের দেখলে ইচ্ছে করে লেখালেখি এদের পাছায় ভরে দেই।
আমি ছাত্রলীগ করি। মানুষ বলে আমরা নাকি চাঁদাবাজ।
যতসব গর্ধবের দল। আরে দেশের জন্য সবকিছু ছেড়ে রাজনীতিতে নামলাম। পেট তো চালাতে হবে না কি? তাই দোকান-পাট ও আরো বিভিন্ন মাধ্যম থেকে কিছু হাদিয়া আদায় করি। এটা তো আমাদের হক। আর শালারা বলে চাঁদাবাজি করি।
আমি ছাত্রলীগ করি। আমরা এক একজন মহামানব। কারন আমরা সকল প্রেম-ভালোবাসার উর্ধে। মায়ের মমতা, পিতার স্নেহ, বোনের উষ্ণ আদর কিংবা প্রেমিকার আলিঙ্গন কিছুই আমাদের আটকে রাখতে পারে নি। আমরা সকল কিছু ত্যাগ করে দলের জন্য কাজ করে যাচ্ছি।
তাই মাঝে মাঝে অন্যের সুখ দেখতে একটু কষ্ট হয়। একারনেই আমরা অন্যের ভালোবাসার মানুষ ছিনিয়ে নি।
দুঃখিত। আমাদের গুনের বর্ননা দিয়ে শেষ করা যাবে না। আমরা যাবতীয় সকল “কু” এর সাথে জড়িত।
কোন “সু” এর সাথে আমাদের বিন্দুমাত্র সম্পর্ক নেই। আমাদের কর্ম কুকর্ম, আমাদের খ্যাতি কুখ্যাতি।
আজকে একটু বেশিই খেয়ে ফেলেছি। তাই অনেক কিছু মুখ থেকে বের হয়ে গেল। যা বললাম সব ভুলে যান।
নইলে বুঝতেই তো পারছেন আমি ছাত্রলীগ করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।