আমাদের কথা খুঁজে নিন

   

[কথাগুলো নিজের জীবনের সাথে অনেকটাই মিলে গেলো। হয়তো আপনাদেরও ভালো লাগবে।]

৪ বছরে: আমার বাবা একজন মহান ব্যক্তি ৬ বছরে: আমার বাবা সবকিছু জানেন। ১০ বছরে: আবার বাবা ভালই, তবে যখন তখন তার মেজাজ গরম হয়ে যায়। ১২ বছরে: ছোটবেলায় বাবা আমার সাথে খুব ভালো আচরণ করতো, এখন কেমন যেন হয়ে গেছে। ১৪ বছরে: বাবা খুব খুত খুতে হয়ে যাচ্ছে, কিছুতেই তাকে সন্তষ্ট করা যায় না। ১৬ বছরে বর্তমান সময়ে বাবার মত মানুষ অচল।

১৮ বছরে: দিনে দিনে বাবা অনেক বেশী জটিল হয়ে যাচ্ছে। ২০ বছরে: উহ! বাবাকে সহ্য করা কঠিন হয়ে পড়ছে। কিভাবে যে মা তার সাথে কাটায়! ২৫ বছরে: সব কিছুতেই বাবার আপত্তি। ৩০ বছরে: আমার ছেলেটা হয়েছে একটা বিচ্ছু। তাকে সামলানো খুব কঠিন।

অথচ, ছোটবেলা আমি বাবাকে কত ভয় পেতাম। ৪০ বছরে: বাবা আমাকে অনেক নিয়ম-শৃঙ্খলার মধ্য দিয়ে বড় করেছেন। আমার ছেলে-মেয়েকেও সেভাবে মানুষ করা দরকার। ৪৫ বছরে: ছেলেপুলে মানুষ করা যে কি ঝামেলার। অবাক হই যে বাবা আমাদেরকে কিভাবে বড় করেছেন।

৫০ বছরে: আমাদেরকে লালন-পালন করতে গিয়ে বাবাকে অনেক কষ্ট করতে হয়েছে। আমি তো একটা বাচ্চা মানুষ করতেই হিমসিম খাচ্ছি। ৫৫ বছরে: আমার বাবা ছিলেন খুবই দূরদৃষ্টিসম্পন্ন। তার মত মানুষ খুব কম পাওয়া যায়। ৬০ বছরে: আমার বাবা আসলেই একজন মহান ব্যক্তি ছিলেন।

এভাবে প্রথম পর্যায়ে ফিরে আসতে ৫৬ বছর লেগে গেলো। খুব দেরী হয়ে যাবার আগেই বাবা-মায়ের মূল্য বোঝার চেষ্টা করুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.