আমাদের কথা খুঁজে নিন

   

প্রতীক প্রতিকৃতি

প্রতিটা রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক কমবেশি সেই দলের রাজনৈতিক দর্শনের অথবা দেশের সাংস্কৃতিক কৃষ্টির ভাব প্রকাশ করে থাকে। যেমনঃ নৌকাঃ নদিমাতৃক বাংলাদেশের প্রধান বাহন যা এদেশিয় জাতিয়তাবাদের একটা বড় রুপক। যা বাংলাদেশ আওয়ামী লীগের যথাপোযুক্ত প্রতীক হিসেবে কোনো দ্বিধা নেই। ধানেরশীষঃ জাতীয় প্রতীকের অংশ বিশেষ এই প্রতীকটি আমাদের প্রধান ফসল ধানের ঐতিহ্য। এটা আমাদের সমৃদ্ধির প্রতীকও বটে।

যা বাংলাদেশ জাতীয়তা বাদী দলের যথাপোযুক্ত প্রতীক হিসেবে কোনো দ্বিধা নেই লাঙ্গলঃ কৃষি নির্ভর বাংলাদেশের চির চেনা ও আদি বন্ধু প্রতিম সহজ যন্ত্রটি আমাদের প্রাগৈতিহাসিক সংস্কৃতির অবিচ্ছেদ্দ প্রতীক। জাতীয় পার্টির প্রতীক হিসেবে দারুন এবং তাৎপর্যপূর্ণ। দাড়িপাল্লাঃ ইসলামী জাতীয়তাবাদের সুবিচারের প্রতীক এই দাড়িপাল্লা জামায়েতে ইসলামীর রাজনৈতিক দর্শনের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। কাস্তেঃ ওয়ার্কার্স পার্টির এই প্রতীক শ্রমিকদের একটা আন্তর্জাতিক প্রতীকও বটে। চাকাঃ শ্রেনী বৈষ্যম্যের বিরুদ্ধে সংগ্রামরত দল গুলোর জন্যে চাকা সত্যিকারের সংগ্রামের-ই প্রতীক।

মিনারঃ ইসলাম ধর্মীয় মুল্যবোধের দলগুলোর জন্যে যথাপোযুক্ত প্রতীক। কুড়ালঃ ফ্রিডম পার্টির এই প্রতীক একটি আগ্রাসী সংগ্রামেরই প্রতীক। মশালঃ জাতীয় সমজাতান্ত্রিক দলের মশাল প্রতীকটি দীর্ঘকাল ধরে সমাজতান্ত্রিক আন্দোলনেরও প্রতীক। এক কালে তো মশাল মিছিল নামক সন্ধ্যাকালীন রানৈতিক কর্মসূচী দুর্নীতিবাজ সরকারের বড় একটা মাথা ব্যাথার কারন ছিলো। স্বৈরাচার পতনে এই মশাল মিছিলের দারুন ভুমিকা আমি স্বচোক্ষে অবোলোকন করেছি।

সুতরাং জাতীয় সমজাতান্ত্রিক দলের মশাল প্রতীকটি নিঃসন্দেহে যথাপোযুক্ত। গামছাঃ দেশীও তাতী সমাজের ঐতিহ্য। দরিদ্র কৃষক শ্রমিকের সার্বক্ষণিক সঙ্গী ও শ্রমিকের ঘামের অক্লান্ত বন্ধু। কুলাঃ নানা বিধ ব্যাবহারের এই আসবাবটি গ্রামীন ও কৃষি নির্ভর বাংলার চিরায়ত প্রতীক। "গমের শীষ’ প্রতীক দাবি করেছে ‘জাতীয় মুক্তিযোদ্ধা গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট’ নামে একটি দল" গমেরশীষ এর রাজনৈতিক দর্শন ও দেশীও ঐতিহ্যের কিংবা মুক্তিযুদ্ধের ঐতিহ্যের কোনো ব্যখ্যা কারো কাছে থাকলে প্লিজ আমাকে জানান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.