আজাইরা প্যাঁচাল ছাড়া অন্যসব
প্রতীক গাধা বাঁহাতি কেন ? আমাদের দেশে যেমন আওয়ামী লীগ এবং বি.এন.পি, তেমনি যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দল হলো ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি। নদীমাতৃক দেশ বাংলাদেশে আওয়ামী লীগ এর নির্বাচনী প্রতীক নৌকা এবং কৃষি প্রধান দেশ বাংলাদেশে বি.এন.পি-র নির্বাচনী প্রতীক ধানের শীষ। কেন, তা সহজেই অনুমেয়। যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের প্রতীক গাধা ও হাতি কিন্তু সহজে বোধগম্য নয়। কারণ তা দেশটির বৈশিষ্ট্যের সাথে মিলে না।
এ কথা বলবার জো নেই যে ওই দেশের লোক সবাই গাধা বা হাতির মত বলশালী। কারণ আছে বটে এবং তা মজাদারও বটে। 1828 সালে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ালেন এন্ড্রু জ্যাকসন। প্রতিদ্বন্দ্বীরা তাঁকে বিদ্রূপ করে বলত জ্যাক অ্যাম্প বা পুরুষগর্দভ। নির্বাচনে জিতেছিলেন এন্ড্রু জ্যাকসন।
তারপর থেকে ডেমোক্রেটিক পার্টির প্রতীক হলো গাধা। অন্যদিকে কাটর্ুনিস্ট থমাস নাস্ট 1874 সালে রিপাবলিকানদের জনপ্রিয়তার ব্যাপকতা বোঝাতে হাতি অাঁকেন। ব্যস, হাতিই হলো রিপাবলিকানদের প্রতীক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।