আমাদের কথা খুঁজে নিন

   

ঘুড়ি যেন মুক্তির প্রতীক।


যান্ত্রিক নগরের ইট-কাঠ-লোহার কারাগারে বেড়ে উঠা আমার অগ্নি-প্রভা জানে না উন্মুক্ত আকাশে ঘুড়ি ওড়াবার কী আনন্দ। জানালার ফ্রেমে বাঁধা ছোট্ট নীল ক্যানভাসে হঠাৎ যদি কোন ঘুড়ি এসে ঢুকে পরে, তবে তাদের বিস্ময়ের কোন সীমা-পরিসীমা থাকে না। যে শিশুর জীবনে নেই মুক্ত আকাশ ; যাদের জীবনে নেই বনচারী পাখিদের মুক্ত বিচরণ ; তারা কিভাবে স্বাধীন - মুক্ত চিন্তা চেতনা নিয়ে বেড়ে উঠবে? কিভাবে উপলদ্ধি করবে স্বাধীনতার সার্বজনীন স্বাদ? কোথা থেকে তাদের অন্তরে গড়ে উঠবে অপরের স্ভাধীরতার প্রতি শ্রদ্ধা বোধ? গত ২৫ সেপ্টেম্বর ২০০৯ The Time Online এ প্রকাশিত ফটোগ্রাফার Peter Nicholls আফগানস্থানে তোলা অসাধারণ ছবিগুলোতে আমার কাছে ঘুড়ি এক নতুন প্রতীক রূপে ধরা দিয়েছে। ঘুড়ি যেন মুক্তির প্রতীক। আমার কন্যাদ্বযের মত সারা দুনিয়ার শিশুরা বেড়ে উঠুক মুক্ত আকাশের নিচে।

যান্ত্রিক নগরের ইট-কাঠ-লোহার কারাগারে বেড়ে উঠা আমার অগ্নি-প্রভা জানে না উন্মুক্ত আকাশে ঘুড়ি ওড়াবার কী আনন্দ। জানালার ফ্রেমে বাঁধা ছোট্ট নীল ক্যানভাসে হঠাৎ যদি কোন ঘুড়ি এসে ঢুকে পরে, তবে তাদের বিস্ময়ের কোন সীমা-পরিসীমা থাকে না। যে শিশুর জীবনে নেই মুক্ত আকাশ ; যাদের জীবনে নেই বনচারী পাখিদের মুক্ত বিচরণ ; তারা কিভাবে স্বাধীন - মুক্ত চিন্তা চেতনা নিয়ে বেড়ে উঠবে? কিভাবে উপলদ্ধি করবে স্বাধীনতার সার্বজনীন স্বাদ? কোথা থেকে তাদের অন্তরে গড়ে উঠবে অপরের স্ভাধীরতার প্রতি শ্রদ্ধা বোধ? গত ২৫ সেপ্টেম্বর ২০০৯ The Time Online এ প্রকাশিত ফটোগ্রাফার Peter Nicholls আফগানস্থানে তোলা অসাধারণ ছবিগুলোতে আমার কাছে ঘুড়ি এক নতুন প্রতীক রূপে ধরা দিয়েছে। ঘুড়ি যেন মুক্তির প্রতীক। আমার কন্যাদ্বযের মত সারা দুনিয়ার শিশুরা বেড়ে উঠুক মুক্ত আকাশের নিচে।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।