পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ কিছু কিছু মানুষ আছে যাদের কানে ফুনু থাকলে অন্য কারো কথা তার কানে ঢুকে না। বুঝিনা তাদের কি হয়ে যায়। আমার এক বন্ধু আছে, মনে করেন আমরা কোন গুরুত্বপুর্ন বিষয়ে কথা বলছি, এমন সময় তার একটি ফোন আসল, সে ফুনে কথা বলা শুরু করল। আমি বসে থাকলাম পাশে।
তার কথা দীর্ঘায়িত হয়ে গেলে আমার মেজেজতো বিলা হবেই। তখন আমি জিজ্ঞেস করি, এটা করবেন, না ওটা করবেন? হা, না কিছু একটা বলেন। যাবেন কি যাবেন না? কিছু একটা বলেন, কোনু উত্তর নাই। এমনকি সে এটাও ভুলে যায় যে আমারা গুরুত্বপুর্ন বিষয়ে কথা বলতে ছিলাম।
আরেক বন্ধুর কথা বলি, সে কখনো বসে বসে ফোনে কথা বলতে পারে না, ফোন ধরেই হাটতে শুরু করে, মজার বিষয় হলো সে অন্য ঘরথেকে ফোন ধরে কথা বলতে বলতে সবাই যেখানে আড্ডা দিচ্ছে হৌচৈ করছে সেখানে চলে আসবে।
হোকনা সেটা গোপনিয় কথা০
১) এটা দেখে চিন্তা করেনতো কি হবে পরে..........
০
২) দেখেন পরিনতি.......
৩) ভালকরে দেখে নিন.........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।