আহত ছিনতাইকারী চারঘাট উপজেলার থানাপাড়া গ্রামের মোহম্মদ আলীর ছেলে লাউ-হিম মাহফুজ (৪০) ও একই উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মোসলে উদ্দিনের ছেলে আলফাজ উদ্দিনকে (৩২) বাঘা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাঘা-আড়ানী সড়কের তেঁথুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে দুই ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিল। কেউ রাস্তা দিয়ে গেলে নিজেদের থানার লোক পরিচয় দিয়ে তল্লাশি করছিল।
ওই এলাকার আব্দুল মান্নান জানান, তেঁথুলিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে ওই স্থানে ছিনতাইকারীর কবলে পড়েন। তারা থানার লোক পরিচয় দিয়ে অবৈধ মাল আছে বলে তার দেহ তল্লাশির চেষ্টা করে। এতে তার সন্দেহ হলে তিনি চিৎকার করেন। পরে এলাকাবাসী ছুটে এসে তাদের আটক করে পিটুনি দেয়।
বাঘা থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে দুই ছিনতাইকরীকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।