বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের ব্যক্তিগত তথ্য এবার কম্পিউটার হ্যাকারদের হামলার শিকার হয়েছে। ডেইলি মেইল এক রিপোর্টে জানিয়েছে, টনি ব্লেয়ারের জাতীয় ইন্স্যুরেন্স নম্বর সংবলিত ফাইল এবং তার বন্ধু ও সহকর্মীদের ফাইল এখন টুইটারে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সাবেক বৃটিশ প্রধানমন্ত্রীর স্ত্রী চেরি ব্লেয়ারের আত্মীয়-স্বজনদের বিস্তারিত তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে। এসব ফাইলের উপরিভাবে লেখা রয়েছে এখানে প্রাপ্ত তথ্যসমূহ ২০১০ সালের ডিসেম্বর মাসে সংগ্রহ করা হয়েছে। এখনো আমরা ওয়েবমেইল সার্ভারে ঢুকতে সক্ষম। এখানকার বেশকিছু ফোন নাম্বার পরিবর্তিত হলেও সব তথ্যই ১০০ ভাগ সত্য। টিম পয়জন নামে পরিচিত কম্পিউটার হ্যাকারদের এক সদস্য টুইটারে লিখেছেন, টনি ব্লেয়ারের ব্যক্তিগত তথ্য আজ রাতে ফাঁস করা হচ্ছে। ইরাক যুদ্ধে যেতে যেসব উপদেষ্টা তাকে সমর্থন করেছিলেন, তাদের সিভিও ফাঁস করা হচ্ছে। তবে ব্লেয়ারের অফিস থেকে বলা হয়েছে, এসব তথ্য হয়তো ব্লেয়ারের কোন সাবেক সহকর্মীর কাছ থেকে হ্যাকাররা সংগ্রহ করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।