আমাদের কথা খুঁজে নিন

   

গাড়ি হ্যাকিংয়ের উপায় প্রকাশে নিষেধাজ্ঞা

গাড়ির ইমোবিলাইজেশন সিস্টেম হ্যাকিংয়ের উপায় প্রকাশের বিরুদ্ধে রায় দিয়েছে যুক্তরাজ্যের উচ্চ আদালত। সম্প্রতি সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভোক্সওয়াগন এবং ফরাসি ডিফেন্স গ্রুপ থেলস-এর পক্ষে আদালত রায় দিয়েছে।
শুধু ভোক্সওয়াগনই নয়, অনেক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানই তাদের নির্মিত গাড়ির নিরাপত্তা রক্ষার্থে এ প্রযুক্তি ব্যবহার করে। তিনজন গবেষকের এ নিরাপত্তা ব্যবস্থাটি হ্যাকিংয়ের উপায় আসন্ন এক সম্মেলনে আলোচনা করার কথা ছিল। কিন্তু এ সংক্রান্ত যাবতীয় তথ্য অপরাধীরা গাড়ি চুরিতে কাজে লাগাতে পারে এমন আশংকায় আদালত তার আগেই এ রায় দিয়েছে।


তিনজন গবেষকই ইউনিভার্সিটি অফ বার্মিংহামের কম্পিউটার সায়েন্সের প্রভাষক। আদালতের এ রায়ে ইউনিভার্সিটি অফ বার্মিংহাম সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন তাদের মুখপাত্র। তিনি আরও জানিয়েছেন, সন্তুষ্ট না হলেও আদালতের সিদ্ধান্তের উপর তাদের শ্রদ্ধা রয়েছে।
বিবিসি জানিয়েছে, প্রায় নয় মাস আগেই ইমোবিলাইজেশন সিস্টেমের নিরাপত্তা ত্রুটির বিষয়ে এর চিপ নির্মাতা প্রতিষ্ঠানকে জানিয়েছিলেন গবেষকরা।
আদালতের রায় প্রসঙ্গে ভোক্সওয়াগন বা থেলস কোনো মন্তব্য করেনি এখনও।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.