আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাকিংয়ের কবলে বিবিসি সার্ভার

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিবিসি সার্ভার পুনরুদ্ধারের আগেই হ্যাকারের বিক্রির প্রচেষ্টা সফল হয়েছিল কি না সে বিষয়টি সম্পর্কে এখনও জানা যায়নি।
এ প্রসঙ্গে বিবিসির এক মুখপাত্র বলেছেন, “নিরাপত্তা ইস্যু সিয়ে আমরা কোনো মন্তব্য করি না।”
যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান হোল্ড সিকিউরিটি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, তারা গত সপ্তাহে হ্যাকারকে একটি ব্ল্যাক মার্কেট ফোরামে বিক্রির বিজ্ঞাপন দিতে দেখেছেন।
হ্যাকাররা বিবিসির এফটিপি সার্ভারের মাধ্যমে অন্য সার্ভারও নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল।
এ প্রসঙ্গে ইউনিভার্সিটি অফ সারের কম্পিউটার বিভাগের অধ্যাপক অ্যালান উডওয়ার্ড জানিয়েছেন, যদি সার্ভারের কোনো নিরাপত্তাত্রুটি খুঁজে পাওয়া যায় এবং তা যদি ঠিক না করা হয় তবে এফটিপি সুবিধাগুলো প্রকাশ হয়ে যেতে পারে। এর মানে হচ্ছে ত্রুটিটির সুযোগ নিয়ে সংবেদনশীল কন্টেন্ট রয়েছে এমন ফাইল সহজেই ডাউনলোড করা সম্ভব।
এর আগে কর্পোরেশনটি যুক্তরাষ্ট্রের ৯/১১ দুর্ঘটনা স্মরণে তাদের নিউজ সাইটের মাধ্যমে ব্যবহারকারীদের ভিডিও এবং অডিও মেসেজ আপলোডের সুযোগ দিত। এমনকি বিবিসি সাংবাদিকরাও ব্যক্তিগত কাজে সার্ভারটি ব্যবহার করতেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.