আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাকিংয়ের শিকার মিশেল ওবামা

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, শুধু ফার্স্ট লেডি মিশেল ওবামাই নন, আরও অনেক ব্যক্তিও এ হ্যাকিংয়ের শিকার হয়েছেন।
সাংবাদিক ব্রায়ান ক্রেবস এ বিষয়ে তদন্ত করতে গিয়ে হ্যাকারদের আবিষ্কার করেছেন বলে জানিয়েছে বিবিসি। এসব হ্যাকাররা গোপনীয় ডেটা সংক্রান্ত একটি অনলাইন মার্কেটও পরিচালনা করে বলে জানিয়েছেন ক্রেবস।
ক্রেবস আরও জানিয়েছেন, হ্যাকাররা ডেটা ব্রোকার্সের মূল নেটওয়ার্কের সঙ্গে কম্পিউটার সংযুক্ত করে মার্কিন ফার্স্ট লেডিসহ আরও অনেকের জাতীয় পরিচয়পত্র থেকে বিস্তারিত তথ্য হাতিয়ে নিতে সক্ষম হয়।
মার্চ মাসে ক্রেবস, এফবিআই এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা খুঁজে বের করেছিলেন, এক্সপোজস ডটএসইউ নামের একটি ওয়েবসাইট ঠিক কীভাবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্যক্তিদের সোশাল সিকিউরিটি নম্বার থেকে শুরু করে অন্যান্য তথ্য সংগ্রহ করছে। পরবর্তীতে ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়েছিল।
তবে সাম্প্রতিক এ হ্যাকিংয়ের বিষয়ে এফবিআইয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা ক্রেবসের আবিষ্কৃত তথ্যের ভিত্তিতে তদন্ত চালাচ্ছেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.