যা কিছুভালো তার সাথে আছি।
কেমন আছেন সবাই ? আশাকরি ভাল।
আমাদের সমাজে উঁচু শ্রেনীর লোকেরা দারীদ্র, শিশু শ্রম,এবং নারী নির্যাতনের
বিরুদ্ধে আন্দোলন ও বিভিন্ন সভা সেমিনার কেরন।
সেখানে তারা শিশু শ্রমের বিরুদ্ধে বকতৃতা দেন ঠিকই ।
কিন্তু দেখা যায় তাদের বাসা বাড়িতে, তাদের আরাম আয়েসের জন্য,এবং ফ্যক্টরিতে
কম পারিশ্রমিকে অবলিলায় শিশুদর দিয়ে কাজ করানো হচ্ছে।
অবার একই ভাবে তাদেরই বাসা বাড়িতে নারী গৃহকর্মীরা নির্যাতিত হচ্ছে হরদম।
দারিদ্র মুক্তি নিয়ে সেমিনার করা হয়, চার পাঁচ শত টাকা দামের লাঞ্চ প্যাকেটের
অর্ধেক খেয়ে ফেলে রাখা হয়। অথচ বাহিরে সেই দারিদ্ররা না খেয়ে দিন কাটায়।
কিন্তু দেখা যায় তাদের বাসা বাড়িতে, তাদের আরাম আয়েসের জন্য,এবং ফ্যক্টরিতে
কম পারিশ্রমিকে অবলিলায় শিশুদর দিয়ে কাজ করানো হচ্ছে।
অবার একই ভাবে তাদেরই বাসা বাড়িতে নারী গৃহকর্মীরা নির্যাতিত হচ্ছে হরদম।
দারিদ্র মুক্তি নিয়ে সেমিনার করা হয়, চার পাঁচ শত টাকা দামের লাঞ্চ প্যাকেটের
অর্ধেক খেয়ে ফেলে রাখা হয়। অথচ বাহিরে সেই দারিদ্ররা না খেয়ে দিন কাটায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।