টুকিটাকি ভাবনাগুলো
বইকে বলা হয় সমাজের দর্পন । উপন্যাস অনেক সময় সেই সত্যকে বের করে আনতে পারে যা সাধারনত মুখ ফুটে বলা যায়না । গল্প-উপন্যাসের মাধ্যমে সেই ভঙুর, সুক্ষ বা বিতর্কিত বিষয়গুলোকে ধারন করা যায় যা হয়ত আমরা সচরাচর এড়িয়ে যেতে চাই । একটি সমাজ কতটুকু মুক্তমনা তা বোঝা যায় এটি কিভাবে এই বিতর্কিত বিষয়গুলোতে রিআ্যাক্ট করে তা দিয়ে।
মনিকা আলির ব্রিক লেন গল্পটি বিশ্বজুড়ে প্রসংশিত হলেও ব্রিটেনের বাংলাদেশী সমাজ প্রথম থেকেই এর বিরোধিতা করেছে । কারন মনিকার দর্পনে বৃটেনের ব্রিক লেনের বাংলাদেশী সমাজের পশ্চাদপদতা, integration বিমুখ, নারী নির্যাতন ইত্যাদি ব্যপারগুলো দেখা গেছে ।
সম্প্রতি এই বইটিকে নিয়ে একটি সিনেমা বানানোর উদ্যোগ নেয়া হয়েছে । স্থানীয় কমিউনিটি লিডাররা এবারও এই উদ্যোগকে বন্ধ করার [link|http://books.guardian.co.uk/news/articles/0,,1822739,00.html|D
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।