আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন বিলাসী মন

মন তুমি স্বপ্ন বিলাসী তোমার কোন অস্তিত্ব আমি পেলাম না খুজে তোমাকে সাজাতে গিয়ে আমি বার বার হেরে গেছি তুমি কি ? অজানা মনের সন্ধান আমি আজও আবিস্কার করতে পারলাম না দূর কতো দূর যার কোন সঠিক গন্তব্য আমার জানা নাই কে তুমি। স্বপ্নের সাথে লুকোচুরী খেলা আর বাস্তবের অবস্থান কি এক বলনা মনের মাঝে তোমাকে সাজিয়ে ছিলাম আপন স্বত্তা দিয়ে বুঝলে না। না পাওয়ার বেদনা যদি উপলব্ধি করতে তাহলে তুমি বুঝতে মন কি যাগতিক চিন্তার সমষ্টিকে কি স্বপ্ন বলা হয় আমি জানিনা মন বলে। মনের সাথে লুকোচুরী আর নিজের সাথে লুকোচুরী কি এক হয় যদি মনো কর তাহলে তুমি কে প্রশ্ন জাগে মনের মাঝে কে আমি। আমার আমিকে যদি আবিস্কার করতে পারি তাহলে তোমাকে জানাব বিলাসীতার মাঝে নিজেকে হারিয়ে কখনো সুখ উপলব্ধি করা যায় না। সুখ তো মনের ব্যপার মনের সুখ খোজার চেষ্টা কর সুখি হবে অজানা হাজার প্রশ্ন মনের মাঝে খেলা করে সুখ কি বুঝতে পারিনা। না পাওয়ার কষ্টই কি দুঃখ পাওয়ার কষ্টটা তাহলে কি সুখ জানিনা স্বপ্ন বিলাসী মনের সাথে নিজেকে সাজাতে পারবনা হয়তো কখনো তবুও প্রশ্ন জাগে কে দেখায় স্বপ্ন মন না অন্য কেউ কে সে? অজানায় থেকে যাবে হয়তো তার সন্ধান জানা হবেনা কখনো এভাবেই কাটবে সময় সময়ের পথে স্বপ্নকে অন্নষন করে। হয়তো এক দিন আমিও হয়ে যাব তোমাদের কাছে স্বপ্ন না হয় দূস্বপ্ন বিলাসী মনের অপূন্যতা কি কখনো পূন্যতা পাবেনা স্বপ্ন হয়ে থাকবে। ধ্রুব.............................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.