দেহটা প্রবাসে,আর মন স্বদেশে। যেখানে আমার জন্ম,বেড়ে উঠা সর্বোপরি আমার মাতৃভূমি ওহে বাংলাদেশ,যতদিন বেঁচে থাকি যেন তোমাকে ভালবেসে যেতে পারি। প্রার্থনা করি বিধাতার কাছে তুই যেন তোর সন্তানদের আগলে রাখতে পারিস প্রতিবেশীর ষড়যন্ত্র থেকে। দীর্ঘজীবি হোক বাংলাদেশ
নিজ দেশ ছেড়ে অন্য কোন দেশে থাকার নাম হচ্ছে প্রবাস। আর এই প্রবাসে কেউ চাকুরী,কেউ ব্যবসা,কেউ বা আবার পড়াশুনা করতে আসে।
কিন্তূ বেশির ভাগ লোকই আসে চাকুরী করতে বিভিন্ন ছোট বড় কোম্পানীতে। আর যত কষ্ট এই ধরনের চাকুরীতে সারা মাস ঘামঝরা খাটুনীর পর ও ঠিকমত মিলে না বেতন। নাই কোন বিনোদন,সারাদিন কাজ শেষে কখন ঘুমাতে যাবে তা নিয়ে চলে দৌড়াদোড়ী। আবার কখন যে চোখের পলকে সকাল হয়ে গেল টেরই পাওয়া যায়না এইভাবে চলে প্রবাস জীবন। আহছান আবুধাবী থেকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।