জীবন যখন যেখানে যেমন
আজ প্রায় ২ বছর হলো বাংলাদেশ ছেড়ে এই প্রবাসে এসেছি। মাঝেমাঝে খুব খারাপ লাগে,বড় একা লাগে নিজেকে। তাই এই ব্লগে এসে নিজের একাকীত্ব দূর করার চেষ্টা করি। ব্লগে সময়টা ভালই কাটে আপনাদের মাঝে।
মনে পড়ে যেদিন চলে আসি তার আগের দিন পর্যন্ত আমার ব্যাগ গোছানো শেষ হচ্ছিল না,এটা নিচ্ছি তো ওটা ভুলছি এই অবস্থা ছিল...।
আমার মা যদি হাত না দিত তাহলে হয়তো শেষও হতো না। আমার সব কাজেই আমার মা আমাকে অনেক অনেক সাহায্য করতো। আজ খুব অনুভব করি সেটা,কারণ এইখানে সব নিজের করতে হয়....। আগে যখন অসুস্থ হতাম মা সবসময় পাশে থাকতো। খেতে না চাইলে জোর করে খাওয়াতো।
তখন খুব বিরক্ত লাগতো। আর এখন এইসব অনেক মিস করি। কান্না আসে মনে পড়লে....। তো আমার ফ্লাইট ছিল ৫ই সেপ্টেম্বর ২০০৬ এর সকালে। তাড়াতাড়ি এয়ারপোর্টে এসে চেক ইন করে কিছুক্ষণ বসে ছিলাম।
তারপর প্লেনে উঠেই শেষবারের মত একবার বিদায় জানাবার জন্য বাসায় ফোন করলাম। কিন্তু ফোনে আর কেউ কথা বলতে পারলো না। ঐ পাশ থেকে কান্নার জন্য কথা আসছিল না। আমিও কলটা কেটে দিলাম....। তারপর রওনা হলাম আমার গন্তব্যের দিকে।
ভালভাবে পৌঁছে আবার বাংলাদেশে ফোন করলাম,যে ঠিক মত পৌঁছেছি। নো চিন্তা,এখন থেকে আমার জীবন যুদ্ধ শুরু.....
প্রবাসে এসে মানুষ অনেক কিছুই নিজে নিজে করতে শিখে যায়। আগে যেটার জন্য অন্যের উপর নির্ভরশীল ছিলাম এখন সেটা নিজেই করতে পারি। আগে যেটা করতে কষ্ট হতো,এখন সেটা করতে কোন কষ্টই হয়না। মানুষ কত পরিবর্তনশীল সেটাই ভাবি।
যে কিনা এক গ্লাস পানিটা পর্যন্ত কাজের মেয়েকে দিয়ে আনাতো,সে এখন সব নিজেই করতে পারে। ব্যাপারটা একদিক থেকে খুব ভাল। কিন্তু যখন কষ্ট হয় বা অসুস্থ থাকি অথবা যখন মায়ের হাতের রান্না করা কোন প্রিয় খাবার খেতে মন চায় তখন ভাবি আহা যদি আমার দেশেই থাকতাম তাহলে আর এত কষ্ট করতে হতো না। প্রবাস জীবনের ভাল খারাপ দুদিকই আছে। অবশ্য ভাল খারাপ সবখানেই থাকে....।
প্রবাসী হলে মানুষ নিজে অনেক স্বাবলম্বী হয়। অন্যের উপরে নির্ভর করাটা কমে যায় বা একদম থাকে না বল্লেই চলে। কিন্তু দেশের মায়াটা সবসময় মনকে উদাস করে তুলে। যখনই একা থাকি মনটা চলে যায় আমার সেই ছোট্ট প্রিয় বাংলাদেশে। যেখানে হেসে খেলে জীবনের এতগুলো বছর পার করে বড় হয়েছি।
জানিনা কবে আবার সেখানে যেয়ে থাকা হবে..... ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।