কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com
এখানে প্রিয়জনের ভালবাসা নিরবে কাঁদে
এখানে প্রবাসীর একাকীত্বরা মনের দুয়ার বাঁধে,
এই তো পরবাস
ফিরতী দিনের স্বপ্ন কুড়ায় তৃষিত বারটি মাস!
সচ্ছলতাকে দু'নয়নে এঁকে জমিয়েছে এই পাড়ি
স্বজনের সাথে, স্বদেশের সাথে রেখে ক'দিনের আড়ি,
আহা পেরেশান চিত্ত এখানে নিত্ত কাজের ফাঁকে
অন্তর যেন বাঁধা পড়ে আছে শ্যামল গাঁয়ের বাঁকে।
সেই সুগন্ধী ভেজা ভেজা হাওয়া স্নেহমাখা শীতলতা
কতদিন ধরে জুড়ায় না মন, প্রাণে তাই ব্যাকুলতা,
টিনের চালায় রিমিঝিম ঝিম বৃষ্টির লহরী
দু'চোখের কোণে ঢালে না হেথায় নিদ্রা-সর্বরী।
টুইটুম্বর শরতীয় মাঠে দিগন্ত ছড়িয়ে
ধান-পাতাদের গায়ে গায়ে পড়ে শাপলারা গড়িয়ে,
হেমন্ত-রাতে খড়ের গাদায় চাঁদনী প্রথম প্রহরে
পুরোনো দিনের গল্পেরা উড়ে জোৎস্নার শরীরে।
পৌষী ভোরেতে রসের হাড়িতে মধুকরী গুঞ্জন
পায়েসী সকালে কনকনে রাতে বাসন্তী রঞ্জন;
নতুন পাতায় আমের মুকুলে ফুলে ফুলে গৌরবে
বসন্ত আসে বছর ফুরিয়ে জীবনের সৌরভে।
এই তো আমার স্বদেশ ভূমিরে ভুলে থাকি কি করে
তদুপরি সেথা ফেলে এসেছি যে হৃদয়-টুকরোদেরে,
মায়াময়ী ডাক মায়ের আঁচল, পিতার স্নেহের শাসন
আদরিণী বোন, ভাই নিয়ে কত বন্ধু ও প্রিয়জন,
ফুটফুটে সোনা সন্তান দূরে; বুকে ব্যাথা টনটন
ভালবাসা যেথা নিভৃতে কাঁদে মন তাই উচাটন।
জিঞ্জির পরা পিঞ্জরে যেন বন্দি প্রবাসী মন
মুক্ত-স্বাধীন স্বদেশের তরে উন্মুখ সারাক্ষণ,
সচ্ছলতার সচল চাকাটি পায় কেউ পায় নাকো
তবুও স্বদেশ ও প্রবাসের মাঝে চির কষ্টের সাঁকো;
এপারে-ওপারে ছুটোছুটি চলে জীবনের বহুদিন
এই পারে যদি হারায় তাহলে ফেরে না সে কোনদিন!
পার্থিব এই জীবনের সাথে প্রবাসের কত মিল
অনন্ত যেন স্বদেশ মোদের; মিছে এ আকাশ-নীল!
০৩.১১.২০০৭, মদীনা মুনাওয়ারা, সৌদি আরব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।