ফটোগ্রাফি, ভ্রমন, সিনেমা, ওয়ার্ডপ্রেস, এবং সব এলোমেলো ভাবনা
মোটামুটি সম্ভাবনা কাল ঈদ হচ্ছে মধ্যপ্রাচ্যে। বাংলা চ্যানেলগুলো খুললেই দেখছি ও-মন-রমজানের-ঐ-রোজার-শেষে-এলো-খুঁশীর-ঈদ এর সাথে ঈদ অনুষ্ঠানমালা প্রচারিত হচ্ছে সারাক্ষণ। শুনে বার বার মনে হচ্ছে দূরে কোথাও উৎসবের আমেজ লেগেছে, কিন্তু তার ছোঁয়া এখানে এসে লাগেনি। কারন ঈদের আনন্দ বলতে যা বোঝায় তার কিছুই এখানে নেই।
এখানে ঈদ বলতে ভোর বেলায় উঠে ঈদের নামাজে যাওয়া।
এর পর ঘরে ফিরে টানা ঘুম দেয়া। বিশ্রামটাই একমাত্র আনন্দ। সেই সাথে টিভিতে ঈদ অনুষ্ঠান দেখা, আর প্রিয়জনের কথা মনে করে মন খারাপ করা। আত্মীয়দের বাড়ী বেড়াতে যাওয়া নেই, বন্ধুদের সাথে দল বেধে ঘুরতে যাওয়া নেই, প্রিয়জনদের কেউই কাছে নেই, মনে মনে নীরবে কাঁদাটাই ঈদ।
এবারে ঠিক করেছি এ রকম ঈদ আর করব না।
অন্য কিছু করব।
বউয়ের জন্য একটা ল্যাপটপ আর জিপি মডেমের ব্যবস্থা করেছি। ঘরে শুয়ে শুয়ে সারাক্ষণ বউয়ের সাথে চ্যাট করব।
মজা করে ঈদের সব রান্না করব। সেমাই-পায়েশ-ফিরনি-হালুয়া - যা যা খেতে ইচ্ছে করে সব।
বউকে জিজ্ঞেস করে করে রান্না করব আর মজা করে খাব।
রাজধানী দোহা থেকে ৪০ মিনিট ড্রাইভের দূরত্বে সর্বদক্ষিণে কাতারের একমাত্র সী-বিচ। ছুটির প্রতিটা দিন বিকেলে বীচে চলে যাব আর ঠাণ্ডা পানিতে ইচ্ছে মত সাতার কেটে প্রতিদিন গরম পানিতে গোসলের কষ্টটা যতটা পারি উসুল করব।
আজ রাতে শপিং-এ বের হব। ঈদের জন্য পাঞ্জাবী কিনব।
দেশে ঈদের দিন সকালে সব বন্ধুদের ফোন করব। সবার ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব।
এবারের ঈদে ভুলে যাবো একা একা এত দূরে বিদেশে পড়ে আছি। কোন মানে নেই ছোট্ট জীবনের এরকম আনন্দের একটা দিন মন খারাপ করে মাটি করার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।