মানুষ আমি আমার কেন পাখির মত মন...........। নারী-পুরুষ নির্যাতনের কথা বলা হলেই আগে চলে আসবে নারী নির্যাতনের কথা। পুরুষ নির্যাতন-সেটা আবার কিরে ভাই? খায় নাকি মাথায় দেয়? এইটা হল আমাদের চুসিল, নারীবাদী-প্রগতিবাদীদের মত। সামুর ব্লগ, সোনার ব্লগ, সচলায়তন- সবখানে কয়দিন ধরে নারী নির্যাতনের পোস্ট (খেয়াল করবেন, মানুষ নির্যাতন নয়, শুধুই নারী নির্যাতন)।
নারী নির্যাতন আর পুরুষ নির্যাতন একসাথে উচ্চারণ করা তো মনে হয় হারাম আজকের দিনে।
নারী নির্যাতনের যেই সংখ্যা, তা প্রকাশ করে মনে হয় যেন নারীরাই বেশ PROUD FEEL করেন। যখন বলা হয়, পুরুষরাও আজ নির্যাতিত, তখন তো বিষয়টি বেশ মজাদার হয়ে উঠে অনেকের জন্য।
সাধারণত বেশ কয়েকটি জরিপের তথ্য তুলে ধরা হয় বেশিরভাগ সময় নারীদের নির্যাতনের চিত্র তুলে ধরার জন্য। এখানে প্রশ্ন আসে, নির্যাতনের কথা প্রকাশ করতে কে বেশি সঙ্কোচবোধ করে - নারী নাকি পুরুষ? পুরুষরা কখনই স্বীকার করতে চায় না যে সে নারী দ্বারা নির্যাতিত। পক্ষান্তরে, কোন স্বামী তার স্ত্রীকে সামান্য জোড়ে চুমু দিলেও সেটা নারী নির্যাতনের মধ্যে পড়ে যাবে।
তখন Motive খোঁজা শুরু হয়ে যাবে, কেন এইরকম হল? এর পিছনে কি উদ্দেশ্য ছিল? এইভাবে যদি Counting হয় তাহলে তো বলতে হবে, কোন নারীই নির্যাতন বহিরভুক্ত নয়।
এই পর্যন্ত পড়ে যারা একমত হয়েছেন, তারা ভুল করেছেনরে ভাই। আমাদের ধারণা ভুল। পুরুষ মানুষ মানেই নির্যাতক। আমরা অনেক খারাপ।
আমাদের মধ্যে স্নেহ-ভালোবাসা নেই। আমাদের মধ্যে আছে শুধু রাগ-ঘৃণা। আমরা নারীদেরকে পণ্য হিসেবে ব্যাবহার করি। আমরা তাদের মর্যাদা দিতে জানি না। (শেষ কিছুদিনের পোস্ট পড়ে আমার এই উপলব্ধি)
তবে হ্যাঁ, কিছু পাষণ্ড পুরুষ যে নেই, সেটা অস্বীকার করা যাবেনা।
কিন্তু তার পাশাপাশি কিছু দুশ্চরিত্রা নারীও যে বিদ্যমান, তা কি কখনো খেয়াল করা হয়েছে? আদৌ কি কোনোদিন খেয়াল করা হবে? মনে হয় না। আজ বাংলাদেশে, রাষ্ট্রক্ষমতা থেকে শুরু করে সব ক্ষমতাই নারীদের হাতে।
হ্যাঁ, এই পোস্টে আমি নারীদেরকে অসম্মান করেছি। নিন, এখন যত সুশীল, নারীবাদীরা আছেন, আমার উপর ঝাপিয়ে পড়ুন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।