আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই... আমি কয়েকদিন আগে ঘটে যাওয়া একটি ঘটনার কথা লিখছি, গাজীপুরে একজন আইনজীবি খুন হলে যেসব আসামী গ্রেফতার হয় তার পক্ষে কোন আইনজীবি না থাকায় ম্যাজিস্ট্রেট সাহেব বলেছিলেন এটা হতে পারেনা। প্রমান না হওয়া পর্যন্ত অন্তত এসব আসামীদের আইনজীবি থাকা দরকার ছিল। আমি রুমানাকে এই ধরনের অত্যাচারের জন্য অবশ্যই তার স্বামীর শাস্তি দাবি করছি তবে রুমানার স্বামীর সঠিক বক্তব্যও মানুষকে জানানো উচিৎ আসলেই কি কারনে - # রুমানা এবং তার স্বামী কিছুদিন পূর্বে আত্বহত্যা করতে চেয়েছিল? এবং দুজনে মিলেই এ সিদ্ধান্ত নিয়েছিল কেন? # কেন রুমানার স্বামীর নিজ বাড়ী থাকা স্বত্বেও রুমানার বাড়ীতে ঘরজামাই থাকতে হয়েছিল? #কেন রুমানার প্রতি তার স্বামীর অবিশ্বাস জন্ম হলো? # সাত বছর প্রেম করার সময় রুমানা কেন একটি বারের মত বুঝতে পারলনা আসলে সে মানুষ নয় পশু/ # কানাডা যাওয়ায় কেন সংসারে অশান্তি চলে এল? আমাদের সব কিছু জানা উচিৎ এবং এসব থেকে উতাল পাতাল প্রেমিক প্রেমিকাদের শিক্ষা নেওয়া উচিৎ যাতে এমন ঘটনা আর না ঘটে যাতে সারা দেশের মানুষ রুমানার মত একজন মানুষের জন্য দু:খ প্রকাশ করতে না হয় এবং তার স্বামীর সারা জীবন জেলে পঁচে মরতে না হয়। আল্লাহ রুমানার দৃষ্টি ফিরিয়ে দিবেন এই প্রত্যাশায় লেখা শেষ করছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।