আমাদের কথা খুঁজে নিন

   

রুমানা Vs হাসান সাঈদ

আমি খুবি সাধারণ পেন্সিলে আঁকা সহজ স্বপ্ন আমার । স্বপ্ন দেখতে ভুল হলে ইরেজার দিয়ে সহজে মুছে ফেলা যায় । আমার স্বপ্ন । নর পশুর মত যেই ঘৃণ্য কাজটা করল হাসান সাঈদ টা সত্যি কারও কাম্ম্য নয় । এক ভাই এক বনের জন্য, এক বাপ এক মেয়ের জন্য , এক শিশু এক মায়ের জন্য ।

মিডিয়াতে আমরা দেখি স্বামীর পাশবিক অত্যাচার আর নির্যাতনের ফুটেজ তুলা ধরা হয় , নারীকে প্রাধান্য দিয়ে । রুমানা যখন ল্যাব এইড হসপিটালে উন্নত চিকিৎসার জন্য আসে ,আমি তখন আমার হার্ট এর রোগী চাচার ( আই সি উ ) জন্য আমি বাইরে অপেক্ষা করি । যখন তাকে দেখলাম আমার শরীরের পশম খাড়া হয়ে জায় । বাসায় এসে সর্ব প্রথম আমার সামাজিক সংযোগে status দেই । এক ঘনটায় ৫৪ মন্তব্ব্য ।

কিন্তু , গতকাল যখন ই টি ভি প্রাইম খবরে যখন রুমানার পরক্রিয়ার কথা প্রকাশ হয় , তখন নিজেকে একটু অপরাধি (আবার না ! ) মনে হচ্ছিল । কেননা যারা পুরুষ আছেন এই ব্লগে তারা কি কখনও এটা মেনে নিবেন ,আপানর স্ত্রী অন্য পর পুরুষের শাথে মেলা মেশা করুক । হয়ত অনেকে বলবে (আমি ওঁ হয়ত আসল ঘটনা জানিনাহ ) হাসান সাঈদ নিজেকে রক্ষারতে মিথ্যে আশ্রয় নিচ্ছে । হয়ত বা হ্যাঁ হুয়ত বা না । আমি শুধু আমার মানবিক দুপক্ষের কথার এক বিন্দু তে আশার কথা চিন্তা করছি ।

হাসান সাঈদ এর এত পাশবিক আচরণ না করে তিনি তার শ্বশুর কিংবা পরিবারের মুরুব্বীদের সাথে যদি ব্যাপারটা খোলা মেলা আলোচনা করতেন তা হলে বদ হয় ব্যাপারটা আর সহজ হত । বর্তমান বাংলাদেশে বিগত ২০০৯-২০১০ এই এক বছরে দাম্পত্য কলহের জের ধরে ডিভরস হয় ৫০০৩ জন । আর ৫০০৩ জন নারী রা ই পুরুশ দের নিন্ম আদালতে এই Divorce দেন । (এদের প্রত্যেকের বেশির ভাগ পরক্রিয়া ঘটিত ) বাংলাদেশ প্রতিদিন সমীক্ষায় প্রকাশ । হাসান সাঈদ এর এরকম পাশবিক আচরণ করা উচিত হয় নি ।

আর পরক্রিয়ার ঘটনায় হাসান সাঈদ তার স্ত্রীর উপর তাই খুদ্দ হন , কি করেন নিজেই ভুলে জান । পরিশেষে ,আশা রাখি সুসঠ তদন্তে আসল বিষয় উম্ম ওঁ চিতো হবে। এই অভিব্যক্তি একান্ত আমার । কাউকে হেয় করা বা ছোট করার জন্য নয় । ধন্যবাদ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.