আমাদের কথা খুঁজে নিন

   

আমি পাপের পথে দিন কাটালাম কত

শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে আমি পাপের পথে দিন কাটালাম কত! আমি ভুলে গাছে ফুল ফুটলাম কত! আজ অংক কষতে বসে দেখি কিছুই আমার হিসেব মিলছে-নাতো!! যাকে বুকের মাঝে দিলাম আমি ঠাঁই দেখি সেই মানুষ অ আমার বুকে নাই!! এক চিকন দুঃখ সুখের খোটায় পোড়ায় অবিরত যাকে আপন ভেবে দিলাম আমি মন দেখি সেই আপন ও ভাসায় দুই নয়ন এক রঈিন কষ্ট মনের খাতায় বাড়ায় শুধু ক্ষত কিছুই আমার হিসেব মিলছেনাতো ইতি তোমার ভালবাসার ভিখারী মামুন খাঁন


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।