The mind is in its own place, and in itself/ Can make a Heaven of Hell, a Hell of Heav’n
পাপের আজন্ম বংশবিস্তারে কলুষিত ধরণী
গ্র্রাম থেকে গ্রামে, দেশ থেকে দেশান্তরে
নীল সমুদ্রের বহমান স্রোতের মতো পাপ
ছড়িয়ে পড়ে সুন্দর এই ধরণীতে।
উন্মত্ত কুকুরের মতো বিষাক্ত দাঁতে পাপ
খুঁজে বেড়ায় নিরীহ, শান্তিপ্রিয় জনতাকে;
সুযোগের লোভে মরিয়া হয়ে ওঠে পাপ
হিংস্রতার নাগপাশে বন্দি করে ধরণীকে
দংশন করতে থাকে মঙ্গলকামী জনতার দেহে।
মূহুর্তেই ছড়িয়ে পড়ে পাপের নীল দংশন
শিরা থেকে উপশিরায়, রক্তে, হৃৎপিন্ডে।
ছুটে বেড়ায় দংশিত জনতা ধরণীর মাঝে
বিষের আক্রোশে দংশন করতে চায়
এই ধরণীর সব নিরীহ জনতাকে।
একে একে সবাই পাপের বংশবিস্তারে
উৎকৃষ্ট মাধ্যমরূপে ছড়াতে থাকে পাপ;
সত্য, সততা, ন্যায়, নীতি একে একে গ্রাস হয়
পাপের এই অবৈধ, অন্তহীন বংশবিস্তারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।