কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলিও না, ইহাতে উহারা কষ্ট পায়
কিশোর বয়সে রাজ্জাক-কবরী জুটির সিনেমা দেখতে প্রচুর লোকের সমাগম দেখেছি। তাদের অভিনয় আমার কাছেও ভাল লাগতো। সিনেমা যখন বুঝতে শিখলাম তখন কবরীর নয়ন মুগ্ধকর হাসি আমার এতো ভাল লাগতো যে লিখে বুঝাতে পারব না।
সময়ের বিবর্তনে সেই কবরী হয়ে গেলেন ডিজিটাল সংসদ সদস্য। ব্যক্তিগত জীবনে তিনি কেমন মানুষ জানি না। নির্বাচনের পরে তার আচরণ কেমন করে যেন পাল্টে গেল। তিনি যাকে তাকে চড় থাপ্পর মারছেন, বিষয়টি কি বুঝে উঠতে পারছি না। তিনি কি খেই হারিয়ে ফেলেছেন নাকি নিজের দলের চরিত্র ফুটিয়ে তুলতে তাকে এমন অভিনয় করছেন? এই প্রশ্নটি আমার মাথায় ঘুরপাক খাচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।