আমাদের কথা খুঁজে নিন

   

ফেলে আসা রাশিয়ার দিনগুলো- ২য় পর্ব

সংশোধনের চেষ্টায় আছি ১ম পর্ব আমি একটু আগেই চলে গিয়েছিলাম রাশিয়ায়, যাবার পর শুনলাম আরো দিন পনের লাগবে ক্লাস শুরু হতে। মনটা খারাপ হয়ে গেল, কারণ এমনিতে রমযান মাস আর কিছু দিন পরেই ঈদ। ঈদ করে আসলে এমন কোন ক্ষতি হয়ে যেত না। এদিকে আম্মু তো একথা শুনে কান্না কাটি আরো বাড়িয়ে দিল , ফোন করলেই বলে কি দরকার ছিল এত আগে যাওয়ার.....। হাতে অফুরন্ত সময়, হোষ্টেলে সময় কাটে না।

তার উপর আমাকে দিয়েছিল একেবারে ইন্ডিয়ান ফ্লোর এ জানিনা এরা বেশিরভাগই এত খারাপ কেন। খারাপ বললেও ভুল হবে , মানসিকতা এদের ভীষণ বাজে। সব মিলিয়ে সময় খুব খারাপ যাচ্ছিল। চিন্তা করলাম শহরটা ঘুরে দেখি । যেমন ভাবা, আসার ৪/৫ দিন এর মাথায় শহর দেখতে বেড়িয়ে পরলাম।

রিয়াযান শহরটা সোভিয়েত আমলে ছিল একটা বদ্ধ নগরী, মানে এই শহরে সোভিয়েত নাগরীক ছাড়া আর কারো প্রবেশাধীকার ছিল না। সামরিক ভাবে অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই সারা শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুড় সামরিক স্থাপনা। গোটা শহরেই প্রচুর সেনাবাহিনী সদস্যদের আনাগোনা চোখে পড়ার মত। আপনাদের জন্য রিয়াযান শহরের ছবি শুরু হোল আমার হাটা পর্ব, চিন্তা করলাম হোষ্টেল থেকে যেকোন একটা দিকে হাটা শুরু করব। পরে আবার ভাবলাম, নাহ যে রাস্তাটা দিয়ে শহরে ঢুকেছি সেদিক টা খুজে বের করার চেষ্টা করি।

কারণ আসার সময় সেদিকে একটা মনুমেন্ট দেখে এসেছিলাম। ভালই ছিল। অনুমান করে একটা দিকে হাটা শুরু করলাম। শুরু হলো আমার রাশিয়া ভ্রমণ........ (চলবে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।