স্বন্দেশ হরতালের সমর্থনে মিছিলের সময় পুলিশের হামলায় আহত জনপ্রিয় কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন হামলাকারী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। বৃহস্পতিবার রাজধানীর একটি চাইনিজ রেস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে পুলিশ তাকে ও সহকর্মীদের বেধড়ক মারপিট করে। পুলিশ টানা হেচড়া করে জনসমক্ষে তার সম্ভ্রমহানি করেছে বলেও অভিযোগ করেন রিজিয়া পারভীন। প্রসঙ্গত, গত ১৩ জুন হরতাল চলাকালে চলচ্চিত্র কলা-কুশলীরা এফডিসি থেকে মিছিল বের করে সোনারগাঁও হোটেল মোড়ে এলে পুলিশ বাধা দেয় ও লাঠিচার্জ করে। এসময় গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, চলচিত্রকার চাষী নজরুল ইসলাম, ছড়াকার আবু সারেহ, মনির খান, জাসাস সভাপতি এমএ মালেকসহ অনেকেই আহত হন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, জাসাস সভাপতি এমএ মালেক, ছড়াকার আবু সারেহ, কন্ঠশিল্পী মনির খান উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।