আমাদের কথা খুঁজে নিন

   

আর্মির বাস্তবতা!

একটা দেশের আর্মি যে কত গুরুত্বপূর্ণ সেটা বলে বুঝানো যাবেনা। যেমন আমরা ফিরে রাসুল (স) এর সময়। তিনি যখন মক্কা থেকে হিজরত করলেন তখন তার একটাই চিন্তা ছিল সেটা ইসলামকে রক্ষা করা বা তার সাহাবীদের নিরাপত্তা দেয়া যা ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করবে এটাই ছিল তার প্রধান উদ্দেশ্য। তিনি মদিনা যখন হিজরত করলেন ঐ সময়ে তিনি গৌত্র প্রধানের কাছে প্রথমে ইসলামের দাওয়া এবং সেনাপ্রধানদের কাছে ইসলামের দাওয়া এবং মুসলিম উম্মার নিরাপত্তা ছিল তার প্রধান। কারন ঐ সময়ে তিনি যদি নিরাপত্তার কথা না ভাবতেন তাহলে পৃথিবীর বুকে ইসলাম টিকে থাকতে পারতনা।

কাজে আর্মির গুরুত্ব কতখানিক সেটা আপনারা বুঝতে পারছেন। আজকে যদি কোন খ্রিষ্টান ইসলামের বিরুদ্ধে কথা বলেন তখন তার জন্য আমেরিকান সৈন্যরা নিরাপত্তা দেয়। নাস্তিক রা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে তখন পক্ষে আমেরিকার সৈন্যরা নিরাপত্তা দেয়। কিন্তু আজকে যখন ফেলানির মত কেউ ধর্ষিত হয়ে কাটা তারের ব্যাড়াই মৃত অবস্থা ঝুলে থাকে তখন কেউ কথা বলার মত নেই। আজকে ভারতে ফেনসিডিল ঢুকে ১ কোটি তরুনকে যখন বিপদগামি করে তখন এর প্রতিবাদে কেউ।

আজকে যখন পিলখানায় ৫৯ জন বা তার কিছু বেশি সেনাকর্মকর্তাদের কে নৃশংস্যভাবে হত্যা করা হয়। তখন বলার কেউ নেই যারা কথা বলে তাদের টুটি চেপে ধরার চেষ্টা করা হয়। অথচ আমরা দেখি যে আমাদের অতীতে অনেক গৌরবজ্জল ইতিহাস রয়েছে । যেখানে দেখি আমরা রোমান পরাশক্তি সীমান্ত ঘেষে মুসলিম যেই সীমান্ত ছিল যেখানে একজন দাসির সর্ম্পকে এক রোমীয় সৈনিকের খারাপ কথার প্রতিবাদে খলিফা হারুন উর রশিদ যুদ্ধ ঘোষনা করেছিলেন। এই ছোট্ট ঘোটনাকে কেন্দ্র করে খলিফা হারুন রোমান সম্রাট কে একটি চিঠি প্রদান করে।

যার ভাষা ছিল ("রোমান কুকুর নিকোফোরাস এর প্রতি বিশ্বাসীদের নেতা হারুন উর রশিদ। হে রোমান কুকুর তুমি যদি এ ঘোটনার বিচার না কর তবে অচিরে আমাকে তোমার সামনে দেখতে পারবে। ) কিন্তু কোথায় সে আমাদের অভিবাবক। আজকে আমরা পদে পদে লাঞ্চিত হচ্ছি আমেরিকা থেকে পুরো ইউরোপের মানুষের কাছ থেকে যা প্রতিবাদ কোরার কেউ নেই। আজকে সাদ ইবনে মুয়াজ এর অভাববোধ করছে ।

যে কিনা মুসলিমদের নিরাপত্তা দিয়েছিলেন। আজকে সাদ ইবনে মুয়াজ এর মত কোন জেনারেল নাই। হে মুসলিম আর্মি কোথায় সেই তোমাদের সৈন্য সামন্ত, কোথায় আমাদের অভিভাবক? ??? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.