আমাদের কথা খুঁজে নিন

   

আর্মির সত্যভাষণে বিডিআর ভিলেন??!!



প্রচন্ড রাগে বুকের ভেতরটা দুমড়ে দুমড়ে উঠছে.... কি করবো আর কি ভাববো বুঝতে পারছি না........ যা খুশি তাই বলে যাচ্ছে বর্তমানে মিডিয়াগুলো। আর্মির আত্মীয়-স্বজনরা কাদছে ওনাদের শোক নিয়ে আমার কোন কথা নাই বা শোকের গভীরতা নিয়েও কোন কথা নাই কিন্তু বিডিআর'দের কি মা-বউ-ছেলে-মেয়ে নাই? তারা কি অস্থির হয়ে নাই? তাদের কি চিন্তা হচ্ছে না? তাদের কাছে তো কেউ গেল না! যাচ্ছে না! কেন তারা ৮ পাস বলে? তারা ভাল কাপড় পড়ে না, গায়ে দামী তেল সুগন্ধি মাখে না বলে? তাদের স্বামী সন্তানরা অশিক্ষিত, ভাল বাসায় থাকে না, গাড়িতে করে ঘুড়ে না দেখে তাদের কোন মূল্য নাই? তাদের কথা দেখানরও দরকার নাই? বলারও দরকার নাই? কথায় কথায় বলছে ১৬০ জনকে মেরেছে? কেন মারলো? তাদের বিদ্রোহের যৌক্তিকতাকে নষ্ট করে দেবার জন্য বলছে ষড়যন্ত্র। কার করা ষড়যন্ত্র? তাহলে আর্মি ইন্টেলিজেন্স জানলো না কেন? নিজেদের দুর্নীতি ঢাকার জন্য আর্মি এখন একদম পাগল হয়ে গেছে। বলছে কেন বিডিআর'দের কথাগুলো টিভিতে বলা হলো? তারা দেশপ্রেমিক অফিসারদের মেরেছে। তো বিডিআর'রা কি দেশপ্রেমিক না হয়েই সারা বছর ধরে এদেশের বর্ডার রক্ষা করে? সারা বছরে আর্মি মরছে কতজন আর বর্ডারে বিডিআর মরে কতজন? গতকাল উদ্ধার পাওয়ার পর যারা বললো যে বিডিআর'রা মহিলাদের সাথে কোন অত্যাচার করে নাই আজকে তারাই গল্প বদলে ফেলছে..... আটকা পড়া একটা জায়গায় লুটপাট করেছে....অথচ আগের রাতের স্বরাষ্ট্রমন্ত্রী যখন গেল তখন টিভিতে দেখা গেল যে বাড়িঘর সব আস্ত আছে?? আজব.... বিডিআর আর্মির অফিসারদের মেরে কাজটা খারাপ করেছে নিঃসন্দেহে কিন্তু বয়রা কে শোনানর জন্য আওয়াজটা জোরেই করতে হয়..... কোন ভাবেই যখন অথরিটি শোনে না তখন বিদ্রোহই একমাত্র উপায়..... আর সশস্ত্র যে কোন গ্রুপের ক্ষেত্রে বিদ্রোহে রক্তপাত হবেই.... ভাল ভাবে যুক্তির কথা সবাই শুনলে আর যুগে যুগে মানুষকে লড়াই করে অধিকার আদায় করতে হতো না.....আর একটা কথা কি দেশের মানুষ ভুলে গেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সময় ছাত্রদের আন্দোলনকে ফালতু প্রমাণ করার জন্য আর্মিরা কি প্রচারটাই না চালাল।

বুয়েটে সনি হত্যা বিরোধী আন্দোলনেও প্রশাসন কি নির্লজ্জ প্রচারণা চালিয়েছিল। এখনও একই কাজ করছে। আর্মি জানে যে ওদের কে মারছে এটাতে যত না পাবলিক সিমপ্যাথি পাবে তার চেয়ে হাজারগুন বেশি সিমপ্যাথি পাবে মহিলারা রেপ হইছে জানলে। তাই এখন এটাই বলছে। কেউ আর বলছে না যে, অনেক অফিসার বললো বিডিআর গার্ডরাই তাদের প্রাণ বাচিয়েছে।

আটক বিডিআর'দের সাথে কি ব্যবহার করা হচ্ছে? অপরাধীদের শাস্তি দেয়া হোক বিচার করে। রায় আগে থেকে ঠিক করে প্রতিহিংসা চরিতার্থ করবার লাইসেন্স যেন দেয়া না হয়। তাহলে আগেরটা যদি হয় অশিক্ষিত মানুষের বিক্ষোভের কারনে সংঘঠিত গণহত্যা তাহলে পরেরটা হচ্ছে শিক্ষিত- বুদ্ধিমান মানুষের পরিকল্পিত গণহত্যা.....একটাকে সময় মতো পদক্ষেপ নিতে না পেরে থামান যায় নি ... আমরা কি আরও একটা হতে দিব? আর এই বিডিআর দের মা,বোনদের কথাও কি একটু ভাববো না?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.