আমাদের কথা খুঁজে নিন

   

একান্তই চলে যাবে...!!

আমি সন্ধানি চিল, খুজেঁ চলেছি অন্তরের নীল... আমার জন্য কেও অপেক্ষায় থাকেনা এই সহজ ব্যাপারটা বুঝতে আমার অর্ধজীবন কেটে গেছে।। আমার প্রতিটি কর্ম স্বাধীন, বিচ্ছিন্ন আমার হাসি-কান্নার সাথে অন্য আরেকজনের হাসি কান্নার কোনই সর্ম্পক নেই যুগপৎ কোন কিছুই ঘটেনা, দৃশ্যত যদি ঘটে সেটা বোঝতে পারার ভুল আর নিজের ভুলটা বুঝতে পেরে তা সংশোধন করবো না অতটাসংকীর্ন আমি নই।। একান্তই আমার জন্য আমি কবিতা লিখি সারাক্ষান গানশুনি, আর এসব করতে করতে একদিন আমিও চলে যাবো আমার স্মৃতি পড়ে থাকবে না এখানে।। আগুন্তক পেয়ে যাবে একটা আনকোরা অব্যবহৃত সুযোগ তিনিও আমার মতো সংসার বাধঁতে চাইবেন অন্যকে আপন করতে চাইবেন আর নিজেকে অন্যের কাছে আপন করাতে চাইবেন একটা সময় সেও তার ভুল বুঝতে পারবে আর দারুন অভিমানে একান্তই চলে যাবে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।