আমার কবিতাকে কেউ যদি টুইটারে ফলো করান তাতে কোন আপত্তি নেই, তবে নিজের বলে চালিয়ে দেবার অপচেষ্টা ভুলেও করতে যাবেন না যেন!..shahed_ar7@yahoo.com
তোমার ঐ লাস্যময়ী সুধা
কি রঙে রূপে করে ঝিলমিল,
আজি তিমির বিদারী আলোয়
যেন প্রভাতে রাঙালো নিখিল।
জুড়িয়ে গেল নরম রোদে
যেন পথ-ঘাট-মাঠ-বনানী,
দখিনা সমীরনে ঢেউয়ে ভেসে
হৃদয় তটে ভীড়ল তরণী।
তোমার ঐ তীর্যক চাউনি
কি এক সুধা দিল ছড়ায়ে,
যাদুময়ী ও রূপ দেখে
গিয়েছে মম বাক হারায়ে।
শুষ্ক বিরানভূমি পেল যেন
এক পশলা বৃষ্টির আস্বাদ,
পেখম তুলে নাচল ময়ুর
গহীন বনে হারাল অবসাদ।
তোমার কাঁকন চুড়ির কঙ্কন
ছন্দ কাহারবায় বাজে সুমধুর,
যেন বীণার ঝংকারে আসে উছলি'
বহুদুর ওপারের আনন্দ বিধুর।
উতলা এক পূব হাওয়াতে
কোন সে বনে লাগল দোলা,
নবারুন আলোয় শিহরি' উঠি'
পথ চলে যাই আপন ভোলা।
তোমার ঐ নুপুরের নিক্কন
কেন যে মন করে উচাটন,
আনমনে সারাখন লভিনু যে তা-
হৃদয়জ্বালা জুড়ায় সে সযতন।
ধুলার ধরনী বিমোহিত পরশে
তারই চিহ্ন আজই কুঞ্জছায়ে,
রূপোলী স্রোতধারা শান্ত সুনিবিড়
পাপড়ি লুটাল বুঝি তোমায় পেয়ে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।