আমাদের কথা খুঁজে নিন

   

একান্তই নিজের ভাবনা.......

ঘেটুপুত্র কমলা দেখিলাম। দেখিয়া মনে হইল হুমায়ন আহমেদ মরিয়া গেছেন বলিয়াই এই ছবির বিষয়বস্তু নিয়া খুব একটা বির্তক হয় নাই। সুনামগন্জ এ চাকুরীর সুবাধে হাওড়বাসীর বিনোদন সর্ম্পকে একটা ধারনা তৈরী হয়ে আছে। ঘেটুপুত্র সর্ম্পকে সে সময় শুনেছি। এমনকি ছবির ব্যবহার করা শনির হাওড় আসলেই আছে।

ছোট ছেলেদের দিয়ে সমকামিতার উপভোগ নিয়ে বানানো এ ছবিটা একটু দ্রুতলয়ের। এ ছবিটা দেখার সময় দেখলাম আশেপাশের অনেকেই উশখুশ করছে। ছোট ছেলেদের উপর বয়স্ক পুরুষদের যৌন নির্যাতন এদেশে আছে। কিন্তু এটা নিয়ে কখনও আলোচনা করা হয় না প্রধান প্রধান মাধ্যমে। ফলে এ অপরাধটা কখনও ধিক্কার দেয়া হয় না।

হুমায়নের অন্য ছবির যেসব হিউমার ছিল তা এখানে অনুপস্থিত। চেষ্টা করা হয়েছে তবে সে চেষ্টাগুলো অশ্লীল টাইপের হয়ে গেছে। পুরো ছবির শেষ দৃশ্যে যখন ঘেটুপুত্রকে মেরে ফেলা হয় তখন হলের অনেকেরই খারাপ লেগেছে। কিন্তু জমিদারের সাথে একলা ঘরে মেয়েরূপী ঘেটুপুত্রের রাতেরবেলার তীব্র চিৎকার শুনে অনেকেই হাসছে দেখলাম। বিশেষ করে নারকেলের মালা বসিয়ে ছেলেটির বুক উঁচু মেয়ে সাজার দৃশ্যটি যখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তখন অনেকের হাসি শুনে মনে হল খুব মজার দৃশ্য এটি।

আমি মজাটা পেলাম না। মনে হয় মাথাটা গেছে আমার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।