কি জানি কিসের ও লাগি প্রান করে হায় হায় ...
এবারই প্রথম ভোট দিব ,তাই ২৭ শে ডিসেম্বর ই নির্বাচনের প্রস্তুতি হিসাবে বাসায় চলে গিয়েছিলাম। সুতরাং মিস করেছি সা ইন কে। একচুয়ালি সা ইন কে না, সা ইন এর ব্লগারদের। যাই হোক, নির্বাচনের জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করতে করতে চলে এল ২৯ তারিখ। সকাল থেকেই টিভির সামনে বসে আছি।
ভোটকেন্দ্রে যাবার ইচ্ছা প্রবল, কিন্তু ভীড় এর কথা ভেবে যাচ্ছি না, খোজ নিচ্ছি কখন ভীড় কমবে। বেলা ২টার দিকে আর থাকতে না পেরে ঊঠে চলে গেলাম কেন্দ্রে। কেমন জানি একটা সাজ সাজ রব। প্রায় ৩০ মিনিট লাইনে দাঁড়িয়ে সিল মেরে আনন্দ চিত্তে বাসায় চলে এলাম ।
বিকেল ৪টা থেকেই আবার টিভির সামনে।
সময় আর কাটে না,শুধু এই চ্যানেক থেকে ওই চ্যানেল, কারা বেশী আপডেট নিউজ দিতে পারে। অবশেষে প্রায় ৯ ঘন্টা বসে থেকে যা চেয়েছিলাম সেটা নিশ্চিত জেনে ঘুমাতে গেলাম ।
সকালে উঠেই আবার টিভির সামনে । আনন্দের পাশাপাশি একটা শঙ্কাও কাজ করছে মনে । বি এন পি জোট কি মেনে নেবে এটা কোন ঝামেলা ছাড়া? এবার ভাবতে বসলাম কেন এই ফলাফল, আমি স্বপ্নেও আশা করিনি বি এন পি'র এই অবস্থা হবে।
আ লীগ রাতারাতি এমন কোন পরিবর্তন হয়ে যায়নি যে সবাই আ লীগ কে এই হারে ভোট দিবে।
৩২ % তরুন ভোটার ই কি এর জন্যে দায়ী? যদি তাই হয় তাহলে আমরা আমাদের নিয়ে গর্ব করতেই পারি। আমাদের মধ্যে এখনও রাজাকার দের প্রতি ঘৃনা অটুট আছে, রাজাকারের সঙ্গে যারা আছে তাদেরকে আমরা এখনও বুঝিয়ে দিতে পারি যে তারা ভুল করছে।
যারা মুক্তিযোদ্ধা, দেশ প্রেমিক, আপনারা নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারেন , আমরা এখন প্রস্তুত এই সোনার বাংলা কে রক্ষা করার জন্যে ...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।